New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-168.jpg)
পর্যটকের সঙ্গে স্কুটিতে গোয়া ভ্রমণ, পথকুকুরের অবাক করা কাহিনী
আহ্লাদে আটখানা কুকুরটি।
পর্যটকের সঙ্গে স্কুটিতে গোয়া ভ্রমণ, পথকুকুরের অবাক করা কাহিনী
পর্যটকে সঙ্গে স্কুটিতে গোয়া ভ্রমণ। পথকুকুরের মন জয় করা কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন এক কাহিনী হৃদয় ছুঁয়ে যাবে আপনারও ।
@anny.arun এবং @beardorob নামের ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কুকুরটি স্কুটি করে গোয়ার মত সুন্দর জায়গা ঘুরে বেড়াচ্ছে।
নতুন জায়গায় ভ্রমণ মানে নতুন বন্ধু তৈরি করা – সে মানুষ হোক বা প্রাণী। আজ এমনই একটি সুন্দর ভিডিও মন ভাল করতে বাধ্য। পথ কুকুর এবং পর্যটকদের মধ্যে নিখাদ বন বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। । ভিডিওটিতে দেখা যাচ্ছে কুকুরটি স্কুটি চেপে দিব্যি গোয়ায় ঘুরে বেড়াচ্ছে।
কুকুরটিকে যাত্রা উপভোগ করতে দেখা গেছে। কুকুরটিকে অত্যন্ত খুশি দেখাচ্ছিল। কুকুরের অভিব্যক্তি ধরা পড়েছে ক্যামেরায়।
ভিডিওটির সাথে থাকা ক্যাপশনে কুকুরের যাত্রা পথের প্রাণবন্ত চিত্র তুলে ধরা হয়েছে। ভমণ পিপাসু কুকুরের গল্পটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।