New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-241.jpg)
বর্তমানে বাজারে নতুন ধরনের চা এসেছে। যা দেখে ব্যবহারকারীরা অবাক।
আমাদের দেশের বেশিরভাগ রাজ্য ও শহরে চা প্রেমী মানুষের সংখ্যার অভাব নেই। যার কারণে শহরগুলিতে লাফিয়ে বাড়ছে চায়ের দোকানের সংখ্যা। সেই সঙ্গে চায়ের ধরণেও আসছে নানান বদল। চা বিক্রেতারা দিন দিন নানা ধরনের চা নিয়ে হাজির হচ্ছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের যুগলবন্দিতে এখান তৈরি হচ্ছে নানা ফ্লেভারের চা। ‘চকোলেট টি’, ‘বিয়ার টি’, ‘হুইস্কি টি’, ‘ভদকা টি’-র মত নানান ফ্লেভারের ‘ফিউশন টি’
বাঙালির চায়ের অভ্যাস বহুদিনের। কবে হল? কীভাবে হল? সেটা তর্কপ্রিয়দের জন্য তোলা থাক। চা প্রেমীরা এক কাপ চা পেলেই খুশি। কোথাও দুধ-চা জনপ্রিয়, কোথাও ‘লিকার টি’, কেউ আবার লেবু চায়ে প্রাণ ভরান, কারওবা পছন্দ ‘গ্রিন টি’। কোল্ড কফির মত কোল্ড টি-ও জনপ্রিয় কোথাও কোথাও। তবে সম্প্রতি কেশর, মালাইয়ের চা, মশলা চায়ের কদরও বেড়েছে।
বর্তমানে বাজারে নতুন ধরনের চা এসেছে। যা দেখে ব্যবহারকারীরা অবাক। এক স্ট্রিট টি ভেন্ডারকে চায়ের সঙ্গে রসগোল্লা মিশিয়ে তৈরি করেছেন নতুন ধরনের 'ফিউশন টি'। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের পর ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে বিক্রেতাকে চায়ের গ্লাসে রসগোল্লা রেখে তার ওপর চা পরিবেশন করতে দেখা যায়।
Rasgullah Chai - We might have developed a lot as a nation, but in terms of enhancement of cuisine we are sliding non-stop 🥲 pic.twitter.com/9CGYWzSDoQ
— Gabbar (@GabbbarSingh) April 7, 2023
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করছেন চা প্রেমীরা। টুইটারে @GabbbarSingh নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা এই ভিডিওতে, ভাইরাল হয়েছে এই ফিউশন টি। গুজরাটের আহমেদাবাদে এই ফিউশন টি পাওয়া যায় বলেও জানা গিয়েছে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। যা খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিউ পেয়েছে ৪ লাখ ১৮ হাজারের বেশি। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং বলেছেন যে কিছু ব্লগার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এমন 'কুৎসিত সংমিশ্রণের খাবার' নিয়ে আসছেন, যা দেখে মাথা ঘুরে যাচ্ছে।