তলানিতে ঠেকেছে ব্যবসা, জারি বেঁচে থাকার মরিয়া লড়াই, বাঁশিতেই ফুটে উঠলো যন্ত্রণার সুর  

সুরেই ধরা দিল ফেরিওয়ালার যন্ত্রণা

সুরেই ধরা দিল ফেরিওয়ালার যন্ত্রণা

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video,Trending video,Internet,blogger,Struggling flute seller,flute seller,flute seller video,flute seller crying,Viral News In Hindi,Viral Video News,zara hatke,ndtv zara hatke videos,news,Social Media,Entertainment News,emotional video

ক্ষুধার্ত-তৃষ্ণার্ত! সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশি বিক্রির অপেক্ষায় মরিয়া লড়াই, গরিবের যন্ত্রণা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, প্রার্থনায় দুহাত তুলেছেন বহু মানুষ। আজকের এই গ্যাজেটের যুগে দেশি খেলনাগুলো হারিয়ে যেতে বসেছে। এখন আর সেভাবে বিক্রি হয়না এই ধরণের দেশি খেলনা। অনটনে-অভাবে জর্জরিত এই শিল্পের সঙ্গে জড়িত সকলেই। দুমুঠো খাবার জোগাড় করতে কালঘাম ছুটছে বিক্রেতাদের। তাদের করুণ চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisment

লাইভ ফর ফুড নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই এক বাঁশি বিক্রেতার যন্ত্রণা শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একই সঙ্গে অনেকগুলি বাঁশি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিক্রিয় আশায়। সারাদিন রোদে ঘাম ঝরিয়ে সবে ৬০ টাকা্র কেনাবেচা করতে পেরেছেন তিনি। কীভাবে চলবে সংসার? সন্তানদের ভবিষ্যতেরই বা কী হবে এই চিন্তা বুকে বয়ে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলেই চলছে বাঁচার মরিয়া লড়াই। ধরা গলায়, বাঁশি বিক্রেতাও বাঁশি বাজিয়ে নিজের যন্ত্রণার কথা তুলে ধরেন।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বাঁশি বিক্রেতার এমন কষ্টের কথা শুনে নিজে আবেগে ভেসে গিয়েছেন ওই ভিডিও নির্মাতা। তিনি নিজের তরফে ওই ফেরিওয়ালাকে কিছু অর্থ সাহায্য করেছেন। যা দেখে ইনস্টাগ্রামে প্রশংসার ঝড়। একজন ব্যবহারকারী লিখেছেন যে এই ভিডিওটি আমাকে আবেগ প্রবণ করে তুলেছে।

Viral Video