Advertisment

Trending Video: হাত বাড়ালেই বন্ধু...! প্রতিবন্ধী সহপাঠীর সাহায্যে প্রাণপাত স্কুল পড়ুয়ার, দেখুন ভিডিও

Trending Video: বলা হয়ে থাকে 'সহানুভূতি হল ভালবাসার সর্বশ্রেষ্ঠ রূপ,'! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা এই সত্যকেই সামনে এনেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
friendship

প্রতিবন্ধী সহপাঠীর সাহায্যে প্রাণপাত স্কুল পড়ুয়ার

Trending Video: বলা হয়ে থাকে 'সহানুভূতি হল ভালবাসার সর্বশ্রেষ্ঠ রূপ,'! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা এই সত্যকেই সামনে এনেছে। সহানুভূতি এবং নিঃস্বার্থতার পরিচয় দিয়েছে ভাইরাল এই ভিডিওটি। যা মন জয় করেছে কোটি কোটি  মানুষের। অসাধারণ উদারতাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা ।

Advertisment

@ghss.aykl ব্যবহারকারীর ইনস্টাগ্রামে শেয়ার করা একটি হৃদয়-জয় করা  ভিডিওতে, স্কুল ছাত্রদের তাদের টিফিনের সময় শারীরিকভাবে প্রতিবন্ধী সহপাঠীকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে দেখা যায়। ভিডিওটি কেরলে মন্ত্রী ভি. শিভানকুট্টিও  ফেসবুকে শেয়ার করেছেন, যার পরে এটি দ্রুত ভাইরাল হচ্ছে।

বিশ্বের সবচেয়ে সরু রাস্তা, যাতায়াতের জন্য রয়েছে ট্র্যাফিক সিগন্যাল, কারণ জানলে চমকে যাবেন

ক্লিপটিতে দেখা যাচ্ছে এক ছাত্র তার শারীরিকভাবে প্রতিবন্ধী বন্ধুর মুখ জল দিয়ে ধুইয়ে দিচ্ছে। বন্ধুর জন্য কতটা যত্নশীল সে তা এই ক্লিপের মাধ্যমে সামনে আসে। শুধু  বন্ধুর মুখ পরিষ্কার নয়। পাশাপাশি তার প্লেটও জল দিয়ে ধুইয়ে দিতে দেখা যায় ওই স্কুল পড়ুয়াকে। এদিকে আরেকজন ছাত্র পিছনে দাঁড়িয়ে আছে, ধৈর্য ধরে অপেক্ষা করছে কখন সে তার সহপাঠীকে ক্লাসে নিয়ে যাবে। সে বারান্দা থেকে হুইলচেয়ারটি  টেনে নিয়ে ক্লাসরুমে নিয়ে যায়। 

হৃদয়ে রাজত্ব করছেন রতন টাটা, বুকে শিল্পপতির ট্যাটু, মন্ত্রমুগ্ধ নেটপাড়া

পোস্ট করার পর থেকে, ভিডিওটি ইনস্টাগ্রামে 6.5 মিলিয়ন বার দেখা হয়েছে,  সারা বিশ্বের মানুষের মন জয় করেছে এই ভিডিওটি। সহপাঠীর প্রতি এমন উদারতাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা। কমেন্টে অনেকে লিখেছেন “এটাই সত্যিকারের বন্ধুত্ব"! অন্য একজন লিখেছেন, "এমন একটি সুন্দর উদাহরণ যেখানে বন্ধুত্বের কোন সীমা নেই।" 

viral
Advertisment