scorecardresearch

মুহূর্তে ৫০০ বদলে গেল ২ হাজারে, এমন আজব পরোটা দেখে চোখ কপালে!

এমন কাণ্ড দেখে নেটদুনিয়ায় রীতিমত হুলস্থূল।

video, trending paratha recipe, viral latest paratha recipe, new way to make paratha, funny video, funny video, Indian Rupee Paratha, innovative idea, viral reel
এমন কাণ্ড দেখে নেটদুনিয়ায় রীতিমত হুলস্থূল।

৫০০ টাকার নোট দিয়ে পরোটা তৈরি করলেন এক মহিলা, এরপর যা হল ভিডিও দেখে অবাক মানুষ। দাবানলের মত ছড়িয়ে পড়েছে ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন সব ভিডিও ভাইরাল হয় যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন না ইউজাররা।

এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এজ মহিলা পরোটা বানানোর সময় ময়দার ভিতর ৫০০ টাকা ভরে দিলেন। তারপর তা বেলে, সেঁকে, ঘি-তেল মাখিয়ে যখন সেটি নামালেন, দেখা গেল পরোটার ভিতর থাকা ৫০০ টাকার নোটটি ২০০০ হাজার টাকার নোট হয়ে গেছে। এমন কাণ্ড দেখে নেটদুনিয়ায় রীতিমত হুলস্থূল।

এটা স্পষ্ট যে এই ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, তবুও ব্যবহারকারীরা এই ভিডিওটি দেখে হতবাক। এই ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে প্রায় ৪৮ লাখ ব্যবহারকারী দেখেছেন। পরোটা তৈরির এই অনন্য উপায় দেখে সবাই অবাক। অনেক ব্যবহারকারী আবার পরোটার মধ্যে নোটের এই কনসেপ্ট ঠিক ভালভাবে মেনে নিতে পারেন নি।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Stuffed paratha of indian currency 500 rupee note shocking viral video