Advertisment

নেই বায়ুদূষণ, ২০০ কিমি দূর থেকেই স্পষ্ট এভারেস্ট

নেপালি টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, গাড়ি চলাচলে বর্তমানে নিষেধাজ্ঞা জারি থাকলেও নেপালের বায়ু মোটেই স্বচ্ছ হয়নি। কারণ, পার্শ্ববর্তী এলাকার বন পুড়িয়ে দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL
করোনায় জেরে গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি দশা। লাখো লাখো লোক আক্রান্ত বিশ্বজুড়ে। মৃত্যুর সংখ্যাও কয়েক লাখ। জীবনে স্বাভাবিক ছন্দ কবে ফিরবে, তা এখনও অনিশ্চয়তায় ভরা। তবে করোনার জন্য যে লকডাউন চলছে, তাতে পরিবেশের দূষণ অনেকটাই কমেছে। এমনই মতামত জানিয়েছেন  বিশেষজ্ঞরা।
তারই ছাপ যেন মাউন্ট এভারেস্টের ছবিতে ধরা পড়ল। এভারেস্ট থেকে ২০০ কিমি দূরে কাঠমান্ডু ভ্যালি থেকেই প্রথমবারের মত দেখতে পাওয়া গেলো মাউন্ট এভারেস্টকে।
বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনে যানবাহন এবং কলকারখানা বন্ধ থাকায় বায়ুর পরিমান অনেকটাই ভালো হয়েছে। শুদ্ধ হয়েছে বায়ুমন্ডলও। উত্তর ভারত ও নেপাল বায়ুদূষণের কারণে বারেবারেই শিরোনামে উঠে এসেছে। তবে এখন বায়ুর অবস্থা বেশ ভালো।
কিছুদিন আগেই উত্তর ভারতের একাধিক শহর থেকে উত্তরের পর্বত দেখা গিয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেল মাউন্ট এভারেস্টের নাম ও।
নেপালি টাইমসের চিত্রসাংবাদিক অভিভূষন গৌতম চলতি সপ্তাহের শুরুতেই কাঠমান্ডু ভ্যালির ছোবর থেকে এভারেস্টের বেশ কিছু ছবি তুলেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একগাদা ছবিতে ধবল সুন্দর এভারেস্টের চিত্র ধরা পড়েছে।
সেই ছবিতে এভারেস্ট সহ বাকি শৃঙ্গগুলির নামও তিনি ছবির সঙ্গে লিখে দিয়েছেন। ছবিতে বাকি শৃঙ্গের সঙ্গে এভারেস্টকে কিছুটা ছোটই মনে হচ্ছে। সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, এভারেস্ট আসলে মাউন্ট কং নাচুগো এবং মাউন্ট চৌবুটসের আড়ালে ঢাকা পরে রয়েছে।
যাইহোক, নেপালি টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, গাড়ি চলাচলে বর্তমানে নিষেধাজ্ঞা জারি থাকলেও নেপালের বায়ু মোটেই স্বচ্ছ হয়নি। কারণ, পার্শ্ববর্তী এলাকার বন পুড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও এপ্রিলের থেকে মে মাসে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।
চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভারতের একাধিক জায়গা থেকে মাউন্ট এভারেস্টের ছবি ভাইরাল হয়েছিল। বিহারের একটি গ্রাম, সাহারানপুর, পাঞ্জাবের জলন্ধর থেকেও নাকি এভারেস্টের ছবি দেখতে পাওয়া গিয়েছিল, এমনটাই দাবি করেছিলেন নেটিজেনরা।
মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট লকডাউন ছবি, কাঠমান্ডু ভ্যালি থেকে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট ভাইরাল ছবি, Mount Everest, Mount Everest lockdown pictures, Mount Everest from Kathmandu valley, Mount Everest nepali times, Mount Everest Nepal
Embedded code:

Advertisment