সোশ্যাল মিডিয়ায় মজার একটি ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ছেলেটি স্টান্ট দেখাতে ছাদে পৌঁছেছে। সেখান থেকে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে গিয়ে একেবারে মাটিতে কুপোকাৎ। সোশ্যাল মিডিয়ার জগতটা খুবই মজার। এখানে এমন অনেক ভিডিও রয়েছে যা যে কাউকে মুহূর্তের মধ্যে হাসাতে পারে বা কাউকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কিন্তু এখন যে ভিডিওটি সামনে এসেছে তা খুবই মজার। ভিডিওটিতে একজন ব্যক্তিকে বিপজ্জনক স্টান্ট দেখাতে দেখা যায়। যার কারণে তিনি ছাদে পৌঁছান। কিন্তু স্টান্টের এমন কিছু ঘটল যা দেখে হেসে খুন নেটপাড়া।
ছেলেটির স্টান্ট করার ভিডিওটি এখন পর্যন্ত কোটি কোটি বার দেখা হয়েছে এবং ৫২ লাখেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন। কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ছেলেটি স্টান্ট দেখানোর ব্যাপারে এতটাই ‘আত্মবিশ্বাসী’ ছিল যে সে ছাদে উঠে যায় স্টান্ট দেখাতে। তার সঙ্গে আরেকটি ছেলেকেও দেখা যায়। ছেলেটি ছাদের ধারে পৌঁছে উল্টো হয়ে দাঁড়াল। নীচে দাঁড়িয়ে থাকা আরেকটি ছেলে তার স্টান্ট ক্যামেরায় বন্দী করার জন্য প্রস্তুত।
ভিডিওতে দেখা যায় ছাদে দাঁড়িয়ে একেবারে ভল্ট খেয়ে নীচে নামার আগেই শূন্যে ভারসাম্য হারিয়ে ফেলে। ছেলেটি এমনভাবে মাটিতে পড়ে যে তার উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না। এমনকি আঘাতের শব্দও স্পষ্ট শোনা যায়।
তাকে মাটিতে পড়ে থাকতে দেখে ভিডিও করা ছেলেটি সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায় এবং তার হাত ধরে তাকে তুলে নেয়। স্টান্ট বয়কে তুলে নেওয়ার সময় তিনি এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন যে নেটিজেনরা নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে aapka_dance নামের হ্যান্ডেলে থেকে।