New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-299.jpg)
পুশআপে মগ্ন যুবক
মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিওতে চলন্ত বাইকে পুশআপ করতে দেখা যাচ্ছে আরোহীকে
পুশআপে মগ্ন যুবক
সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই রাতারাতি স্টার হয়ে উঠতে চান। আর এর জন্য জীবনের ঝুঁকি নিতেও তরুণ প্রজন্ম পিছপা হন না। সোশ্যাল মিডিয়ায় স্টান্টের নানান ভিডিও এর আগে ভাইরাল হয়েছে। তবে এখন যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বইতে শুরু করবে।
চলন্ত বাইকে বিপজ্জনক স্টান্ট করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি স্টার হওয়ার জন্য চলন্ত বাইকে পুশ-আপ করতে দেখা যায় এক ব্যক্তিকে, আর সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
जिंदगी इतनी सस्ती है क्या pic.twitter.com/UMnuEL50iD
— STUNNED VIDEOS (@kumarayush084) March 11, 2023
মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিওতে একজনকে চলন্ত বাইকে পুশআপ করতে দেখা যাচ্ছে। এমন একটি স্টান্ট দেখে তাবড় স্টান্টম্যানরাও ঘাবড়ে যাবেন। ভিডিওতে, ব্যক্তিটি খুব আশ্চর্যজনক উপায়ে বাইকটির ওপর নিজের ভারসাম্য বজায় রেখেছেন।
এই ভয়ঙ্কর ভিডিওটি @kumarayush084 হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'জীবন কি এতই সস্তা?' ইন্টারনেটে স্টান্টের অনেক ভিডিও দেখা গেলেও এই ভিডিও দেখে সকলেই তাজ্জব।