scorecardresearch

স্পার্কেল গান হাতে বর-কনের আগুনে লড়াই! ভ্যাবাচ্যাকা কনের কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক ভিউ পেয়েছে।

Dulhan Ka Video,Bride Groom Video,Dulha Dulhan Ka Video,Shadi Ka Video,Google Trends,Bride Groom Stunt,Omg Video,Viral Video,Social Media"

হাতে ‘স্পার্কেল গান’ নিয়ে বরের সঙ্গে লড়াই, তারপর যা ঘটল সারাজীবনেও ভোলা যাবে না। বিয়ের দিনের এমনই এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় বিয়ে মানেই চমকের ছড়াছড়ি। বিয়ের দিন সকলের থেকে কিছু আলাদা করার ইচ্ছা বর-কনের থাকে বৈকি! তবে তা করতে গিয়ে অনেক সময়ই নানান অনভিপ্রেত ঘটনাও ঘটে যায়। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটি মহারাষ্ট্রের। এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন অদিতি নামের এক ব্যবহারকারী। ১৩-সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যে বর ও কনে হাতে স্পার্কেল গান নিয়ে মঞ্চে পোজ দিচ্ছেন। দুজনেই কেক কাটার আগে স্পার্কেল গান হাতে স্টেজে পোজ দিতে শুরু করে।

এরপর ফায়ার করতেই তা থেকে আগুন ছিটকে এসে কনের গায়ে পরে। এর পরে কনেকে বাঁচাতে মঞ্চে পৌঁছান অনেকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “মানুষের কী হয়েছে জানি না, আজকাল তারা বিয়ের দিনগুলোকে পার্টির মতোই ট্রিট করছে এবং এভাবে তারা তাদের পারফেক্ট দিন নষ্ট করছে।” কয়েক সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক ভিউ পেয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Stunt with sparkle guns