৬টি চাকরি ছেড়ে IPS, চিত্রশিল্পীর মেয়ের অবাক করা সাফল্য। কর্তব্যরত অবস্থায় তিনি এক মন্ত্রীর সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েন। কে এই দুঁদে অফিসার?
আইপিএস সঙ্গীতা কালিয়া, যার নাম শুনলে তাবড় মাফিয়ারাও ভয়ে সিটিয়ে যান। তার সাফল্যের পিছনে রয়েছে অনেক পরিশ্রম। সঙ্গীতা মূলত টিভি সিরিয়াল দেখে পুলিশে যোগদানের অনুপ্রেরণা পেয়েছিলেন এবং এটি দেখে তিনি আইপিএস হওয়ার সিদ্ধান্ত নেন। সঙ্গীতা, হরিয়ানার দুঁদে আইপিএস অফিসারদের মধ্যে একজন। এমনকী হরিয়ানার এক মন্ত্রীর সঙ্গে তিনি বচসাতেও জড়িয়ে পড়েন।
হরিয়ানা ক্যাডারের এমন এক আইপিএসের কাহিনী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাঁকে রাজ্যের দুঁদে পুলিশ অফিসারদের মধ্যে একজন বলেই গণ্য করা হয়। এসপি পদে থাকাকালীন তিনি বিজেপির মন্ত্রীর সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। আইপিএস সঙ্গীত কালিয়া। হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা সঙ্গীতা ১৯৮৭ সালে জন্ম তাঁর। তার বাবা পুলিশ বিভাগে একজন চিত্রশিল্পী হিসাবে কর্মরত ছিলেন।
৬টি চাকরি ছেড়ে আইপিএস হয়েছিলেন সঙ্গীতা। এসপি পদে থাকাকালীন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজের সঙ্গে তার বচসাও হয়। এরপর তাকে বদলি করা হয়। আইপিএস সঙ্গীতা কালিয়া হরিয়ানার একটি প্রাইভেট স্কুল থেকে তার স্কুলিং করেছেন। এরপর অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে UPSC পরীক্ষায় বসেন।বাবাও চেয়েছিলেন মেয়ে একজন দক্ষ পুলিশ অফিসার হোক।
সঙ্গীতা কালিয়া প্রথমবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করতে পারেন নি। দ্বিতীয়বার আইআরএস ক্যাডারের চাকরি পেয়ে তিনি তা ছেড়ে দেন। তৃতীয়বারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস আধিকারিক হন।