Advertisment

প্রশিক্ষণ ছাড়াই সিভিল সার্ভিসে বিরাট সাফল্য, চমকে দেওয়ার মত কাহিনী ভাইরাল!

কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতেন সারজানা?

author-image
IE Bangla Web Desk
New Update
sarjana yadav marksheet,sarjana yadav ias rank,sarjana yadav ias,Ias story,Motivational story,motivational and inspirational news in hindi,sarjana yadav ias story,sarjana yadav posting,sarjana yadav ias biography in hindi,sarjana yadav ias biography,sarjana yadav age,sarjana yadav education,sarjana yadav height,sarjana yadav engagement,sarjana yadav ias date of birth,IAS aspirational stories,IAS success story,UPSC Success Story,Sarjana Yadav,All India Rank,UPSC exam advice,UPSC Exam,sarjana yadav upsc strat

কোনও প্রশিক্ষণ ছাড়াই সিভিল সার্ভিসে বিরাট সাফল্য, সারজানার কাহিনী চমকে দেবে আপনাকেও।

কোনও প্রশিক্ষণ ছাড়াই সিভিল সার্ভিসে বিরাট সাফল্য, সারজানার কাহিনী চমকে দেবে আপনাকেও। UPSC পাস করা যে কোন পড়ুয়ার কাছেই স্বপ্ন। আর IAS আধিকারিক হয়ে সসম্মানে নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এর চেয়ে বড় সাফল্য আর কিছুই হতে পারে না। এমনই এক কাহিনী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে দেখে তাক লাগতে বাধ্য।

Advertisment

প্রশিক্ষণ ছাড়াই সিভিল সার্ভিসে পাস করে সকলকে চমকে দিয়েছেন সারজানা যাদব। একবার নয় টানা তিনবারের চেষ্টায় আসে এই সাফল্য। ২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় সারজানার সর্বভারতীয় র‍্যাঙ্ক ছিল ১২৬। এক সাক্ষাৎকারে সারজানা বলেন, প্রার্থীর ইচ্ছার ওপর নির্ভর করে তিনি কোচিং নিতে চান কি না। "আপনি যদি মনে করেন যে আপনার কাছে পর্যাপ্ত স্টাডি মেটিরিয়াল রয়েছে এবং আপনার কৌশল UPSC-এর জন্য শ্রেষ্ঠ তাহলে আপনি নিজেই পড়াশুনা করুন। সাফল্য আপনাকে ধরা দিতে বাধ্য,"।

সারজানা যাদব দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। গ্রাজুয়েশনের পর সারজানা যাদব TRAI-তে রিসার্চ অফিসার হিসেবে কাজ শুরু করেন। পূর্ণ সময়ের চাকরির পাশাপাশি সারজানা ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতেন। প্রথম দুই প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরও, তিনি হাল ছেড়ে দেননি বরং আবার চেষ্টা করার সিদ্ধান্ত নেন এবং শেষবারেই আসে সাফল্য।  

সারজানা প্রার্থীদের প্রতিটি বিষয়ের জন্য একটি ভাল বই বেছে নেওয়ার পাশাপাশি পুঙ্খানুপুঙ্খভাবে সেটি পড়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও, তিনি পরামর্শ দিয়েছেন যে UPSC প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যের জন্য Google-এর সাহায্য নেওয়া উচিত।

viral
Advertisment