দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি। খুব কম সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় পাস করেন। তবুও প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী ইউপিএসসি পাসের আশায় পরীক্ষায় বসেন। তাদের মধ্যে কেউ কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেন। এমন একজন হলেন IAS অঙ্কিতা চৌধুরী। যার হার না মানা কাহিনী আপনাদের অবাক করবে। মাকে হারানোর পরেও হাল ছাড়েননি অঙ্কিতা। জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে আইএএস হয়ে সমাজের অনুপ্রেরণা হিসাবে আবির্ভূত হন তিনি।
IAS অঙ্কিতা চৌধুরী, হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা। স্কুল শেষ করে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেন। স্নাতক হওয়ার সময়ই তিনি UPSC-এর জন্য প্রস্তুতির সিদ্ধান্ত নেন। আইআইটি দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি UPSC-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
আইএএস অঙ্কিতা চৌধুরীর পরিবার খুবই সাধারণ এবং মধ্যবিত্ত। অঙ্কিতার বাবা একটি চিনিকলের হিসাবরক্ষক এবং মা ছিলেন একজন সাধারণ এক গৃহবধূ। অঙ্কিতা ছেলেবেলা থেকে থেকেই পড়াশোনায় ভাল ছিলেন। তিনি স্বাধীন এবং স্বনির্ভর হতেই বেশি পছন্দ করতেন।
অঙ্কিতা ২০১৭ সালে প্রথমবার UPSC পরীক্ষায় বসেন। সেবার সফল না হলেও হাল ছাড়েন নি তিনি। এই সময়ে অঙ্কিতার পরিবারে একটি দুর্ঘটনা ঘটে যার ফলে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। মাকে দুর্ঘটনায় হারিয়ে একাই তার লড়াই চালিয়ে যান অঙ্কিতা। এসময় অঙ্কিতার বাবা তাকে উৎসাহ দেন। ২০১৮ সালে দ্বিতীয়বার UPSC পরীক্ষায় বসে অঙ্কিতা তার কঠোর পরিশ্রমের জেরে ১৪ তম র্যাঙ্ক নিয়ে আইএএস হয়ে সকলকে চমকে দেন।