Advertisment

Viral Video: বাসন চুরির আজব নেশা, ইঁদুরের এমন কাণ্ডে নাকাল বাসিন্দারা! সুনামি বেগে ভাইরাল হল মজার এই ভিডিও

ভিডিওতে ইঁদুরের এক অনন্য এবং মজার কাজ রীতিমত মানুষকে নাড়া দিয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Viral Video, Funny Video, Viral News, Trending News, Trending Video, वा

ইঁদুরের এমন কাণ্ডে আপনি ভয় পেতে বাধ্য

Viral Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে মাঝে মধ্যেই খুবই মজার মজার ভিডিও ভাইরাল হয়। সেগুলি দেখার পরে মানুষজন তাদের হাসি নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি যদি কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকটিভ থাকেন, তাহলে এই ধরনের মজার ভিডিও অবশ্যই আপনার ফিডে আসবে। আজ এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক নেটপাড়া। ভিডিওতে ইঁদুরের এক অনন্য এবং মজার কাজ রীতিমত মানুষকে নাড়া দিয়ে গিয়েছে। কিন্তু মাঝরাতে ইঁদুরের এমন কাণ্ডে আপনি ভয় পেতে বাধ্য।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওটিতে একটি ইঁদুরকে অদ্ভুত কাজ করতে দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ইঁদুর দাঁত দিয়ে স্টিলের পাত্র চেপে ধরে তা নিয়ে লাফাচ্ছে। ইঁদুর লাফ দেওয়ার সাথে সাথেই পাত্রটি মাটিতে আঘাত করছে ফলে এক অদ্ভুত শব্দ সৃষ্টি হচ্ছে। ইঁদুরকে একবার বা দুইবার নয়, বহুবার এভাবে লাফাতে দেখা যায়।

আরও পড়ুন - < Viral Video: বর্ষার বিকেল! রিল বানাতে মগ্ন দম্পতি, হঠাৎ করেই ছন্দপতন! ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায় >

এই ভিডিওটি ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার তার অ্যাকাউন্ট @dc_sanjay_jas থেকে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'এ ধরনের ইঁদুর রাতে কাউকে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে !' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২০ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- এটা ইঁদুর নয়, ঘরের শত্রু। আরেক ব্যবহারকারী লিখেছেন- ইঁদুরও বাসন চুরি করতে শুরু করেছে।

Viral Video Trending News
Advertisment