scorecardresearch

মাত্র ১০ বছরেই অসম্ভবকে সম্ভব করে ১১৫ কেজির ওজন তুলে চমক, চিনে নিন এই ‘সুপার বয়’কে

জিমে ব্যায়াম করা ছোট থেকেই ওর প্রথম পছন্দ

wonderkid, super boy, Rowan O Malley, kid weightlifter, kid weightlifting, kid lifts weight and screams, weightlifter baby diet, weightlifter baby,sports news, weightlifter, strongest schoolboy, Ajab Gajab news, Shocking news, Strange news, Weird news, OMG News, Viral On Social Media
মাত্র ১০ বছরেই অসম্ভবকে সম্ভব করে ১১৫ কেজির ওজন তুলে চমক

বয়স মাত্র ১০,এই বয়সেই ১১৫ কেজি ওজন তুলে বিশ্ব চ্যাম্পিয়ন দৌড়ে এই ‘সুপার কিড’। বয়স মাত্র ১০ বছর আর এই বয়সেই আজব কীর্তি। ১১৫ কেজি ওজন তুলে  সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই বিস্ময়বালক। ব্রিটেনের স্কুল বয় রোয়ান ও’ম্যালির এমন প্রতিভা দেখে তাজ্জব সকলেই।  

সোশ্যাল মিডিয়ায় হামেশাই মেধাবী শিশুদের নিয়ে নানান গল্প ভাইরাল হয়। তবে এখন সোশ্যাল মিডিয়ায় এমন এক ছেলের গল্প ভাইরাল হয়েছে যা শুনে তাক লেগে যাবে! মাত্র ১০ বছর বয়সেই ১১৫ কেজি ওজন তুলে তামামা বিশ্বকে অবাক করেছে এই সুপার বয়।  

ইতিমধ্যেই মিলেছে ব্রিটেনের সবচেয়ে শক্তিশালী ‘স্কুলবয়ের তকমা।’ রোয়ানের ওজন মাত্র ৫৪ কেজি এবং তিনি সহজেই নিজের ওজনের দ্বিগুণ অর্থাৎ ১১৫ কেজি ওজন তুলতে পারে। এখন পর্যন্ত সে ৪০ টিরও বেশি স্কুল প্রতিযোগিতা জিতেছেন। তার প্রতিভা দেখে সরকার তাকে সরাসরি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের শেষ দিকে আমেরিকায় প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই ‘বিস্ময় বয়’।

সম্প্রতি ১১১ কেজি ওজন তোলার রেকর্ড ভেঙেছেন রোয়ান। এতদিন এই রেকর্ডটি ছিল আমেরিকার এক শিশুর নামে। রোয়ান বলে, আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই। আমি আমার জীবনের বেশিরভাগ সময় জিমে কাটাচ্ছি। তার বাবা সংবাদমাধ্যমকে বলেছেন যে রোয়ান অন্যান্য শিশুদের মতো খেলাধুলায় আগ্রহী ছিল না ও। জিমে ব্যায়াম করা ছোট থেকেই ওর প্রথম পছন্দ।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Super boy rowan o malley know the full story