Advertisment

IAS Success Story: ট্রেন দুর্ঘটনায় হাত-পা হারিয়েও লক্ষ্যে অবিচল, IAS হয়ে গগনচুম্বী সাফল্য, এই কাহিনী চোখে জল আনবে

হাজারো বাঁধা বিপত্তিকে অতিক্রম করে যারা জীবন যুদ্ধে এগিয়ে যান সাফল্য তাদের কাছে নোয়াতে বাধ্য। আজ এমন এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যা শুনে গায়ে কাঁটা দেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
IAS Success Story,Suraj Tiwari, IAS, Suraj Tiwari Select IAS, UPSC 2023, who is Suraj Tiwari, Trending, viral, social media, good news, google news, facebook, social media, insta news, top bengali news, IAS, IAS success story

হাজারো বাঁধা বিপত্তিকে অতিক্রম করে যারা জীবন যুদ্ধে এগিয়ে যান সাফল্য তাদের কাছে নোয়াতে বাধ্য। আজ এমন এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যা শুনে গায়ে কাঁটা দেবে।

কিছু মানুষের সংগ্রাম কাহিনী আজীবন মানুষের মনে দাগ কেটে যায়। হাজারো বাঁধা বিপত্তিকে অতিক্রম করে যারা জীবন যুদ্ধে এগিয়ে যান সাফল্য তাদের কাছে নোয়াতে বাধ্য। আজ এমন এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যা শুনে গায়ে কাঁটা দেবে।

Advertisment

দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে UPSC অন্যতম। প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে খুব কম সংখ্যক পরীক্ষার্থী এই কঠিন পরীক্ষায় সাফল্য অর্জন করেন। তাদের মধ্যে অন্যতম আইএএস সুরজ তিওয়ারি। ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পা এবং ডান হাত। তা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে জয় ছিনিয়ে নিয়ে তিনি হয়ে উঠেছেন লাখো মানুষের নয়নের মণি।

দুর্ঘটনার পরও হাল ছাড়েননি সুরজ। তিনি ২০১৮ সালে জেএনইউ দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে বিএ-তে ভর্তি হন। ২০২১ সালে বিএ ডিগ্রি অর্জনের পর তিনি এমএ-তে ভর্তি হন। এই সময় থেকেই তিনি UPSC-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সকলকে চমকে দিয়ে তিনি তার প্রথম চেষ্টাতেই ৩১৭ তম র‍্যাঙ্ক নিয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হন।

তিওয়ারির বাবা পেশায় এক দর্জি এবং মা একজন গৃহবধূ। আরও দুই ভাই ও বোন রয়েছে সুরজের। কোভিডের সময় থেকে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন তিনি। তার প্রথম চেষ্টায়, তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু সাক্ষাত্কারে কয়েক নম্বরে পিছিয়ে পড়েন। দ্বিতীয় চেষ্টাতে মেলে সাফল্য।

সুরজ এক সাক্ষাৎকারে বলেছেন, 'অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি'। তিনি বলেন, 'প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা পড়াশোনা না করে প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টা একাগ্রচিত্তে পড়াশোনা করলে সফলতা নিশ্চিত'। বাবা রাজেশ তিওয়ারি বলেছেন, 'দুর্ঘটনার পর ছেলের এভাবে ঘুরে দাঁড়ানো আজও আমি বিশ্বাস করতে পারিনা'। জীবনের কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে যে মেধার পরিচয় দিয়েছে সুরজ তাকে স্যালুট জানিয়েছে সকলেই।

আরও পড়ুন : < Supreme Court Cook’s Daughter Achievement: ইস্পাতকঠিন লড়াইয়ে গগনভেদী সাফল্যের শিখরে, শেফ বাবার মেয়েকে শুভেচ্ছা খোদ প্রধান বিচারপতির >

viral IAS
Advertisment