New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/VIRAL-2-FEATURE.jpg)
মাথায় উসকো খুসকো পাকা চুল, গায়ে সাদা ফ্যাকাসে গেঞ্জি, তবে কণ্ঠ আজও তরতাজা। রাস্তার মাঝে দাড়িয়ে গলা ছেড়ে উচ্চাঙ্গ সঙ্গীত করছেন তিনি। রানু মন্ডলের পর সোশাল মিডিয়ায় বুলেটের গতিতে ভাইরাল হতে শুরু করেছে এই গানের ভিডিও।
খালি গলায় সাত সুর ও ২২টি শ্রুতির সমন্বয়ে আরোহন অবরোহন বিন্যাস, বাদী ও সমবাদী স্বরের প্রয়োগ এবং মীড়, গমক ও অন্যান্য সাঙ্গীতিক কৌশলের মাধ্যমে রাগাশ্রয়ী গান পরিবেশন করে নেট পাড়ার মন জয় করেছেন। মনোজ দাধীচি নামের একজন ফেসবুক ইউজার এই পথচারী গায়কের ভিডিও শেয়ার করেছেন ইউটিউব ও ফেসবুকে।
আরও পড়ুন: কাজ করছে পুলিশ আর তার উকুন বেছে দিচ্ছে হনুমান, ভাইরাল সোশাল মিডিয়ায়
ইউটিউব ইউজার সিদ্ধার্থ চৌধুরি কমেন্টে জানিয়েছেন, "ইনি আমার গুরুজি, অনেকদিন ধরে খোঁজ পাচ্ছি না। আমার ফোন নম্বরে যোগাযোগ করুন"।
ফেসবুকে মনোজ বাবু জানিয়েছেন, তাঁদের গুজরাটের সুরাটের পরিহারা গ্রামের বাসিন্দা শ্রী মদন জি কঠক। গ্রামের শিল্পী হিসাবেই মদন জির পরিচয়।