Advertisment

ভাতের বদলে চা-বিস্কুটেই খিদে মেটাচ্ছেন ডেলিভারি বয়, আবেগে ভাসল নেটপাড়া

গত সপ্তাহে পোস্ট করা ভিডিওটি এখন পর্যন্ত ৩.৫ মিলিয়ন ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Swiggy delivery Boy eating Chai Biscuit For Meal, Swiggy delivery Boy , delivery Boy, food delivery Boy, delivery Boy news, delivery Boy video, delivery agent, delivery agent news, delivery agent video, Swiggy delivery agent, Swiggy delivery agent video, Swiggy delivery agent news, Chai Biscuit, Swiggy delivery Boy eating Chai Biscuit instead of food, Swiggy delivery Boy eating Chai Biscuit instead of food , delivery Boy eating Chai Biscuit instead of food, delivery agent eating Chai Biscuit instead of food, viral news, trending news, viral video of delivery boy, viral video of delivery agent

ক্ষুধার্ত ফুড ডেলিভারি ভয়ের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের। প্রবল গরমে দুপুরে খাবার না খেয়ে চা-বিস্কুটেই খিদে মেটাচ্ছেন এক সুইগি ডেলিভারি বয়। পকেটের টাকা বাঁচাতেই স্রেফ চা-বিস্কুট খেয়ে খিদে মেটাতে দেখা গিয়েছে তাকে। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি নেটিজেনদের ভাবিয়ে তুলেছে কীভাবে এই ডোর টু ডোর ডেলিভারি বয়রা ঘণ্টার পর ঘণ্টা না খেয়েই গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন জিভে জল আনা খাবার।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ইন্টারনেটে তোলপাড় ফেলেছে। এই ভিডিওতে ডেলিভারি বয়কে দোকানের বাইরে বসে চা- বিস্কুট খেতে দেখা যায়। ভিডিওটি মানুষকে অবাক করেছে যে কীভাবে এই ডোর-টু-ডোর ফুড ডেলিভারি বয়রা ঘন্টার পর ঘন্টা না খেয়েই ক্ষুধার্ত অবস্থায় খাবার ডেলিভারি করে থাকেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন সুইগি ডেলিভারি এক্সিকিউটিভ একটি দোকানের বাইরে বসে চা এবং বিস্কুট খাচ্ছেন সেই সময় যখন তার দুপুরের খাবার খাওয়ার সময়। গত সপ্তাহে পোস্ট করা ভিডিওটি এখন পর্যন্ত ৩.৫ মিলিয়ন ভিউ পেয়েছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, “এবং দয়া করে এনাদের সঙ্গে ভাল আচরণ করুন। কিছু লোক ডেলিভারি বয়দের সঙ্গে এত অভদ্র আচরণ করেন। একজন মানুষ হিসাবে, আমাদের সকলকে সম্মান করা উচিত। অপর এক ইউজার লিখেছেন, অনুগ্রহ করে ওনাদের ৩০-৫০ টাকা করে টিপস দিন তাতে ওরা একটু ভালভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবেন।

Viral Video
Advertisment