Advertisment

Swiggy's year end report 2024: দেশের মানুষ প্রতি এক মিনিটে কত প্লেট বিরিয়ানি অর্ডার করে? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

Swiggy's year end report 2024: সুইগির ২০২৪-এর রিপোর্ট সামনে এসেছে। আর তাতেই এসেছে চোখ কপালে তোলা পরিসংখ্যান। ২০২৪ সালে ভারতে ৮৩ মিলিয়ন বিরিয়ানির রেকর্ড অর্ডার হয়েছে বলেই রিপোর্টের উল্লেখ করেছে সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
83 million biriyani swiggy

কলকাতাকে বলে বলে গোল দিল হায়দ্রাবাদ! রাজ্যের মানুষ কী বিরিয়ানি খেতে ভুলে গেল? Photograph: (ফাইল ছবি)

Swiggy's year end report 2024: দেশের মানুষ প্রতি এক মিনিটে কত প্লেট বিরিয়ানি অর্ডার করে? উত্তর জানলে মাথা ঘুরে যাবে! 

Advertisment

সুইগির ২০২৪-এর রিপোর্ট সামনে এসেছে। আর তাতেই এসেছে চোখ কপালে তোলা পরিসংখ্যান। ২০২৪ সালে ভারতে ৮৩ মিলিয়ন বিরিয়ানির রেকর্ড অর্ডার হয়েছে বলেই রিপোর্টের উল্লেখ করেছে সংস্থা। এতে বলা হয়েছে, এর অর্থ হলো দেশের মানুষ প্রতি মিনিটে ১৫৮প্লেট বিরিয়ানির অর্ডার দিয়েছেন। প্রতি সেকেন্ডে এসেছে প্রায় ২টি অর্ডার।

গত বছরের মতো, এই বছরও বিরিয়ানিই হল দেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় খাবার। বিশেষ করে সুইগি ডেলিভারি অ্যাপের মাধ্যমে ২০২৪ সালে সালে ৮৩ মিলিয়ন রেকর্ড বিরিয়ানির অর্ডার মিলেছে। এই পরিসংখ্যান সুইগি প্রকাশ করেছে  ১লা  জানুয়ারি ২০২৪ থেকে ২২ নভেম্বর ২০২৪ এর সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে।

Advertisment

প্রতিবেদন অনুসারে, ৮৩ মিলিয়ন বিরি ইয়ানির মধ্যে ৪৯ মিলিয়ন চিকেন বিরিয়ানির অর্ডার মিলেছে এই অনলাইন ডেলিভারি অ্যাপে। অর্ডারগুলির একটি বড় অংশ দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে এসেছে। ২০২৪ সালে ৯.৭ মিলিয়ন বিরিয়ানির অর্ডার দিয়ে হায়দ্রাবাদ। এরপর তালিকায় রয়েছে বেঙ্গালুরু (৭.৭ মিলিয়ন অর্ডার) এবং তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই (৪.৬ মিলিয়ন)।

সুইগির মতে, রাত ১২টা থেকে সকাল ২টোর বিরিয়ানি ছিল দ্বিতীয় জনপ্রিয় খাবার। প্রথম স্থানে ছিল চিকেন বার্গার। ট্রেনে সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের মধ্যে বিরিয়ানিও স্থান পেয়েছে।

Swiggy Biriyani
Advertisment