Advertisment

সেকি কাণ্ড ! গোটা শহর ঢেকে যাচ্ছে গুড়ো চকলেটে

চকলেট প্রেমীদের জন্য কোনও রূপ কথার গল্প নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হঠাৎ ই গাড়ি, গাছ সমস্তটা ঢেকে যাচ্ছে গুড়ো গুড়ো চকলেটে। অবাক শহরবাসী। আর চকলেট প্রেমীদের তো কথাই নেই। তারা আনন্দে আত্মহারা। ছবি তুলে সোজা পোস্ট সোশাল মিডিয়ায়। অগত্যা, চকলেট প্রেমীদের হাতে ভাইরাল। নিশ্চই ভাবছেন, এই আজগুবি গপ্পো ডি জনি ল্যান্ডের হবে। একদম ভুল ভাবছেন। চকলেট প্রেমীদের জন্য কোনও রূপ কথার গল্প নয়।

Advertisment

এই ঘটনাটি ঘটেছে সুইস শহরে। সেখানকার The Lindt & Spruengli Company জানিয়েছে, যে তাদের কোম্পানির ভেন্টিলেশনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। অত্যধিক হাওয়া ও বৃষ্টি র সঙ্গে ওই চকলেট তৈরির কারখানা থেকে গুড়ো কোকোয়া উড়ে গিয়ে পড়েছে নিকটবর্তী এলাকায়। উল্লেখ্য, চকলেট প্রেমীদের হতে নেট দুনিয়ায় ভাইরাল গোটা ঘটনা।

Advertisment