নেশা করা ধর্ম বিরোধী। এবার সেই কারণে প্রায় তিনহাজার লিটার মদ ড্রেনে ফেলে দিল তালিবানরা। এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে। মদ বিক্রি কার্যত বন্ধ করে দিয়েছে তালিবান। তারপরেও গোপনে দেশি মদ বিক্রি হচ্ছে এই খবর পেয়ে অভিযানে নামে তালিবান সেনা। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় তিন হাজার লিটার দেশি মদ। ঘটনায় জড়িত থাকার অপরাধে দুজন ডিলার-সহ বেশ কয়েক জনকে আটক করেছে তালিবান যোদ্ধারা।
আফগানিস্তান আফিম চাষ নিষিদ্ধ করেছে তালিবান। এর পাশাপাশি যে কোনওরকম মাদকের উৎপাদন, বিক্রি বা গ্রহণ দণ্ডনীয় অপরাধ। কাবুলের রাস্তার এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রবিবার টুইটারে জিডিআইয়ের (জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স) পোস্ট করা একটি ভিডিওতে গোয়েন্দা কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘মুসলমানদের অবশ্যই মদ তৈরি ও বিক্রি থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে’। তবে কখন এবং কবে এই অভিযান হয়েছিল তা স্পষ্ট করেনি তালিবানের তরফে। দেখুন সেই ভিডিও।