scorecardresearch

৪০-এ পা, ‘আকাশছুঁয়ে’ দেশ ভ্রমণের ইচ্ছা

উচ্চতার কারণে, সুলতান কখনোই ঠিকমতো স্কুলে যেতে পারেননি।

Sultan Kosen, Tallest living man, tallest man, record length

জন্মদিন সকলের জন্যই স্পেশাল। তবে সেটা যখন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের জন্মদিন হয় তা স্বাভাবিক মানুষের মধ্যে আগ্রহ উন্মাদনা বাড়িয়ে তোলে। সুলতান কোসেন সম্প্রতি পা দিয়েছেন ৪০-এ। ৪০তম জন্মদিন উপলক্ষে বেশ কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জন্মদিন উপলক্ষে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি বিশ্বের প্রতিটি ভ্রমণ করতে চান। পাশাপাশি আগামী দিনেও তার ‘বিশ্ব রেক’র্ড অটুট থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

২০০৯ সালে, সুলতান কোসেন ২০ বছরেরও বেশি সময় ধরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর বিচারে ৮ ফুটের উপরে লম্বা মানুষ হিসাবে প্রথম স্থান অধিকার করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইতিহাসে মাত্র দশজন ব্যক্তি রয়েছেন যারা ৮ ফুট বা তার বেশি লম্বা।

কোসেন তুরস্কে থাকেন। পেশায় একজন কৃষক। ২০০৯ সালে, তার উচ্চতা ছিল ২৪৬. ৫ সেমি (৮ ফুট ১ ইঞ্চি)। তিনি সবচেয়ে লম্বা জীবিত ব্যক্তির খেতাব জেতেন। দু’বছর পর আবার তার উচ্চতা মাপা হয়। ততক্ষণে তিনি ২৫১ সেন্টিমিটার (৮ ফুট ২.৮ ইঞ্চি) হয়ে গেছেন। সুলতানের জন্ম ১০ ডিসেম্বর ১৯৮২ সালে, কিন্তু মাত্র ১০ বছর পর থেকে তার উচ্চতা বাড়তে থাকে। তার বাবা-মা এবং চার ভাইবোন সহ তার পরিবারের বাকিরা সকলেই গড় উচ্চতার।  

উচ্চতার কারণে, সুলতান কখনোই ঠিকমতো স্কুলে যেতে পারেননি। পেটের তাগিদে তিনি চাষবাস শুরু করেন। তিনি আগে ‘লম্বা হওয়ার’ একটি সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে সুলতান বলেন, তিনি তার মাকে একটি বাল্ব পরিবর্তন করা এবং পর্দা টানানোর মতো কাজে অনায়াসেই দাঁড়িয়ে সাহায্য করতে পারেন। তিনি মানানসই পোশাক বা জুতো খুঁজে পাওয়াটা তার পক্ষে বড় সমস্যার। ২০১৩ সালে, সুলতান বিয়ে করেন। সুলতানের স্ত্রী মার্ভ দিবো তার থেকে নয় বছরের ছোট এবং উচ্চতা ৫ফুট ৯ইঞ্চি।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Tallest living man sultan kosen celebrated his 40th birthday images goes viral