scorecardresearch

‘পুষ্পা দ্য রাইজ’ ছবির গানে অনবদ্য নাচ কিলি পলের, দেখুন ভিডিও

পুষ্পা’ দ্য রাইজ ছবি থেকে সামি সামি গানের সঙ্গে নেচে ব্যাপক ভাইরাল হয়েছে কিলি পলের একটি নাচের ভিডিও

‘পুষ্পা দ্য রাইজ’ ছবির গানে অনবদ্য নাচ কিলি পলের, দেখুন ভিডিও
পুষ্পা’ দ্য রাইজ ছবি থেকে সামি সামি গানের সঙ্গে নেচে ব্যাপক ভাইরাল হয়েছে কিলি পলের একটি নাচের ভিডিও

থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না ‘পুষ্পা দ্য রাইজ’। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা এই তেলুগু ছবি ২০২১ এর অন্যতম সফল ছবিগুলির মধ্যে একটি। তেলুগু ছবি হলেও অন্য সবকটি ভাষায়, বিশেষত হিন্দিতে যে পরিমাণ সাফল্য পেয়েছে ছবিটি তা আশাতীত। সারা বিশ্বে ৩০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে পুষ্পা। অপরদিকে শুধু হিন্দি ভার্সনটি তুলেছে প্রায় ৮০ কোটি টাকা, তাও আবার মাত্র ২৪ দিনে!

হিন্দি ভাষাভাষীদের মধ্যে আল্লু অর্জুনের জনপ্রিয়তা লক্ষ্য করে আরও এক দারুণ সুখবর দিয়েছেন ছবি নির্মাতারা। বড়পর্দার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে পুষ্পার হিন্দি ভার্সন। ইতিমধধ্যেই অন্যান্য ভাষাগুলি অর্থাৎ তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় ‘পুষ্পা’ দেখা যাচ্ছে OTT তে। গত ৭ জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচার শুরু হয়েছে এই ছবির।

এদিকে ছবির জনপ্রিয়তাকে হাতিয়ার করে ফের একবার নিজের জনপ্রিয়তা বাড়াতে তৎপর হলেন কিলি পল। সম্প্রতি পুষ্পা’ দ্য রাইজ ছবি থেকে ‘সামি সামি’ গানের সঙ্গে নেচে ব্যাপক  ভাইরাল হয়েছে তানজানিয়ার কিলি পল। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়। এখনও পর্যন্ত এই ভিডিওতে সাত লাখের বেশি ভিউ হয়েছে। ভিডিও’র ক্যাপশনে লেখা “পুষ্পার ট্রেন্ড ধরে রাখার প্রচেষ্টা”। নেটিজেনদের তার নাচের স্টেপ মুগ্ধ করেছে। সেই সঙ্গে তার স্টাইলেও মজেছেন সকলেই। এই নাচ ভাইরাল হতেই অজস্র কমেন্টে ভরে গেছে। একজন লিখেছেন ‘তার এই নাচ এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স’। অন্যদিকে অপর একজন লিখেছেন ‘সুপার পারফরম্যান্স’। সব মিলিয়ে কিলি পলের এই নাচ ইন্টারনেটে সেনসেশনের সৃষ্টি করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Tanzanian boy kili paul nails allu arjuns dance steps from pushpa song saami saami viral video