New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-28.jpg)
নিজেকে বদল করে ভয়ঙ্কর আকারে সকলের সামনে তুলে ধরতে শরীরে বানিয়েছেন কয়েকশো ট্যাটু।
নিজেকে বদল করে ভয়ঙ্কর আকারে সকলের সামনে তুলে ধরতে শরীরে বানিয়েছেন কয়েকশো ট্যাটু।
নিজেকে বদল করে ভয়ঙ্কর আকারে সকলের সামনে তুলে ধরতে শরীরে বানিয়েছেন কয়েকশো ট্যাটু।
কুমির না আমি, কে বেশি ভয়ঙ্কর? তরুণীর প্রশ্নে চমকে উঠল নেটপাড়া। এক কথায় অবিশ্বাস্য। কুমিরের চেয়েও ভয়ঙ্কর চেহারার লক্ষ্য। আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে এক তরুণী। যা দেখে হুঁশ উড়ে গিয়েছে নেটপাড়ার। অরিলিন কোন সাধারণ কোন মেয়ে নয়, পরিচিত একজন ট্যাটু গার্ল হিসেবে। নিজেকে বদল করে ভয়ঙ্কর আকারে সকলের সামনে তুলে ধরতে শরীরে বানিয়েছেন কয়েকশো ট্যাটু।
অরেলিন নিজেকে বিপজ্জনক ভাবেই মেলে ধরতে পছন্দ করেন। কয়েকদিন আগে, তিনি একটি বাচ্চা কুমিরের সঙ্গে নিজের একটি ভিডিও পোস্ট করেন। তিনি সকলের কাছে প্রশ্ন ছুঁড়েছিলেন দু'জনের মধ্যে কে বেশি বিপজ্জনক। অরেলিন তার শরীরের প্রতিটি অংশে ট্যাটু করিয়েছেন। চোখের লেন্সও বদল করা হয়েছে। এর সঙ্গে তিনি তার জিভকে দুটি ভাগে বিভক্ত করেছেন।
আরও ভয়ঙ্কর আকারে নিজেকে তুলে ধরতে ওরিলিন বেশ কয়েকটি 'স্থায়ী রূপান্তর' করেছেন। একটি সাক্ষাত্কারে, অরেলেন আরও বলেছিলেন যে তিনি যেমন আছেন তেমনই থাকতে পছন্দ করেন এবং নিজেকে পরিবর্তন করতে তার কোনও দ্বিধা নেই। মাত্র কয়েকদিন আগে, অরিলিন আরেকটি বডি ট্রান্সফর্মেশন করে মানুষকে অবাক করে দিয়েছিলেন।