সকাল হোক অথবা দুপুর, হোক না বৃষ্টি ভেজা কোন এক বিকেল গরম চায়ে চুমুক দিতে বাঙালির কোন বিশেষ দিনক্ষণের প্রয়োজন পড়ে না। অফিসের আড্ডা হোক অথবা বন্ধুদের পার্টি চা’টা চাই। চা মানে বাঙালিদের কাছে একটা ভালবাসা, একটা আবেগ। সময়ের সঙ্গে তাল দিতে দিতে চা নিয়েও নানান পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বিক্রেতারা। নানান ফুড ভ্লগারের ভ্লগে ধরা পড়ে সেই সকল আজব চায়ের রেসিপি। তার মধ্যে রয়েছে লঙ্কা চা, মালাই চা, চকোলেট চা আরও কত কী! নানান স্বাদের ফিউশন টি মন কেড়েছে নেটিজেনদের! সেই সকল চা একবার চেখে দেখতে মানুষজন ভিড় জমান সেই সব দোকানে যারা এই ধরণের লেটেস্ট ফিউশন টি বানান। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্পেশ্যাল রসগোল্লা চা।
Advertisment
এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ। ভিডিওটি দেখার পর অনেকেই তাদের মতামতও দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে আমার সেরা দুটি পছন্দের খাবারের দফারফা। অপর এক ব্যবহারকারী লিখেছেন যে ‘কয়েকদিন পর ম্যাগি চাও দেখতে পাব’।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে চায়ের ভাঁড়ে পাশের পাত্রে রাখা রসগোল্লা তুলে নিয়ে সেটা রেখে তার ওপর গরম চা ঢেলে একটি চামচ দিয়ে তা পরিবেশন করা হচ্ছে। দেখতে বেশ ভাল লাগলেও চায়ের মত আইটেমের এভাবে দফারফা করতে দেখে বেজায় চটে গিয়েছে চা প্রেমীরা।