New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-195.jpg)
আবেগ-ভালবাসার মেলবন্ধন, মায়ের মত যন্ত ছাত্রকে, শিক্ষক-ছাত্রের মধুর সম্পর্কে নস্ট্যালজিক নেটপাড়া
সকলেই অতীতের ফেলে আসা স্কুলের সেই দিনের কথা মনে করছেন।
আবেগ-ভালবাসার মেলবন্ধন, মায়ের মত যন্ত ছাত্রকে, শিক্ষক-ছাত্রের মধুর সম্পর্কে নস্ট্যালজিক নেটপাড়া
প্রবল গরমে ছাত্রকে হাতপাখা দিয়ে হাওয়া শিক্ষকের। ভিডিও দেখে আবেগে ভাসল নেটপাড়া। বাবা-মা'র পর শিক্ষকই আমাদের জীবন গড়ার কারিগর। সোশ্যাল মিডিয়ায় শিক্ষকের একটি আবেগপ্রবণ ভিডিও আজকাল সবার নজর কেড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে গরমের মধ্যে মন দিয়ে পড়াশুনা করছে এক ছাত্র। শিক্ষক তাকে হাত পাখা দিয়ে হাওয়া করছেন।
যখনই আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, নানান মজার মজার ভিডিও দেখতে পাই। আবার মাঝে মধ্যেই এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা মানুষের মন ছুঁয়ে যায়। এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে নস্ট্যালজিয়ায় ভেসে গিয়েছে নেটপাড়ার মানুষজন। সকলেই অতীতের ফেলে আসা স্কুলের সেই দিনের কথা মনে করছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি শিশু শিক্ষিকার টেবিলের কাছে দাঁড়িয়ে আছে এবং তাকে শিক্ষিকার সামনে বই খুলে পড়তে দেখা যাচ্ছে। এমন সময় সেখানে বসে থাকা এক শিক্ষিকা মায়ের মত যত্ন নেন। প্রচণ্ড গরমের মধ্যে শিশুকে হাতপাখা দিয়ে হাওয়া দিতে দেখা যায়। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
अपने हिन्दी वाले टीचर का नाम लिखिए?pic.twitter.com/MkRCFBxDdq
— तर्क साहित्य (@tarksahitya) September 14, 2023
@tarksahitya নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত ৮১ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'সত্যিই শিক্ষক ঈশ্বরের চেয়েও মহান'। অপর একজন ব্যবহারকারী লিখেছেন, 'এই স্নেহ এবং মুগ্ধতা দেখে আমি সত্যিই খুব আবেগপ্রবণ হয়েছি।'