New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-291.jpg)
আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে মা-ছেলের চোখে জল আনা একটি ভিডিও। হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওটি দেখলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। পৃথিবীতে মা-সন্তানের বন্ধন সব চেয়ে শ্রেষ্ঠ বন্ধন। সন্তানের সুখের জন্য মা'ই একমাত্র যিনি হাসিমুখে সব কষ্ট গুলিকে মুখ বুজে সহ্য করেন।
সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন ভিডিও মাঝে মধ্যে ভাইরাল হয়। সেই সকল ভিডিও মানুষকে আবেগপ্রবণ করে তোলে। তিন বছর পর মায়ের সঙ্গে সন্তানের দেখা করার সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। ছেলেকে দেখার পর মহিলার প্রতিক্রিয়া ইন্টারনেটকে আবেগপ্রবণ করে তুলেছে। এই সুন্দর ভিডিওটি কর্ণাটকের উডুপির কান্দাপুরা তালুকের গাঙ্গোলি মার্কেটের। ভিডিওতে যুবক রোহিতের মাকে বাজারে মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। মাকে চমকে দিতে কিছু না জানিয়েই দুবাইয়ে কর্মরত রোহিত মা'র সঙ্গে দেখা করতে চলে আসেন।
শহরে নামার পর, রোহিত গ্রাহক হিসাবে সরাসরি তার মায়ের কাছে যায়। রুমাল ও সানগ্লাস দিয়ে মুখ ঢেকে রোহিত তার মাকে মাছের দাম জিজ্ঞেস করে। তাকে চিনতে না পেরে, মহিলা তাকে মাছের দাম বলেন এবং সেটি প্যাকও করেন। কয়েক মিনিট পরে তিনি তাকে চিনতে পারেন এবং হঠাৎ করেই ছেলের চোখের সামনে দেখে নিজের আবেগকে ধরে রাখতে না পেরে হাউহাউ করে কাঁদতে শুরু করেন মহিলা। তারপর রোহিত গিয়ে তাকে জড়িয়ে ধরে। ছেলেকে দেখে মায়ের প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের মন জয় করছে। ভিডিওটি শেয়ার করে ক্যপশনে লেখা হয়েছে, "হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত, দীর্ঘ ভ্রমণ শেষে, আমি সত্যিই তোমাকে মিস করছি মা।" অনলাইনে শেয়ার করার পর থেকে ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। একজন ইউজার কমেন্টে লিখেছেন, "মায়ের ভালবাসা এই বিশ্বের যে কোনও কিছুর চেয়ে বেশি পবিত্র।"
Heart melting moment 🫀😍
back from a long trip, I really missed you mom🙏#PriyankaChopra #DishaPatani #ParineetiChopra #UdhayanidhiStalin #GalaxyA54White #Nijjar #Nagpur pic.twitter.com/nqQflHejHG— Daphi (@Dafi_syiemz) September 23, 2023