New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-287.jpg)
চড়া মেকআপে শ্রাদ্ধ বাড়ি এসে তরুণীর ব্লগ!
ভিডিও ঘিরে কটাক্ষ নেটপাড়ার।
চড়া মেকআপে শ্রাদ্ধ বাড়ি এসে তরুণীর ব্লগ!
ব্লগ আর রিলের নেশায় বুঁদ তরুণ প্রজন্ম। প্রতিদিনের রুটিন, হাঁড়ির খবর সাধারণের সঙ্গে শেয়ার করা আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমরা হাজার হাজার ডেইলি ব্লগ দেখে থাকি। যেখানে বিয়ে বাড়ির লুকস থেকে বাচ্চার অন্নপ্রাশন অথবা নতুন কোন মোবাইল কেনা সবকিছুই সাধারণের সামনে তুলে ধরেন ব্লগাররা।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণীকে তার ডেইলি ব্লগের মাধ্যমে শ্রাদ্ধ বাড়ির খুঁটিনাটি নেটিজেনদের সঙ্গে শেয়ার করতে দেখা যায়। আর তার এই ভিডিও ভাইরাল হতেই মেকআপ নিয়ে চূড়ান্ত ট্রোলড হতে হল ওই তরুণীকে। নেটিজেনদের প্রশ্ন, শ্রাদ্ধ বাড়িতেই যদি এই মেকআপ হয় তাহলে বিয়ে বাড়িতে কত মেক আপ করেন?
রিলের ক্যাপশনে লেখা 'শ্রাদ্ধ বাড়ির ব্লগ’। ব্লগের শুরুতেই নিজের মেকআপ, পরিবারের বাকী সদস্যদের সঙ্গে আলাপ-পর্ব সেরে নেওয়ার পর তরুণীকে শ্রাদ্ধ বাড়িতে হাজির হতে দেখা যায়। সেখানকার সবকিছুই ব্লগের মাধ্যমে তিনি সকলের কাছে তুলে ধরেন তার সেই ভিডিও ঘিরে কটাক্ষ নেটপাড়ার। টার্গেট করা হয়েছে মূলত শ্রাদ্ধ বাড়িতে তরুণীর মেকআপকেই। দেখুন এই ব্লগ।