পুলিশের ট্রেনিং চলছে মহম্মদ রফির গানে, ভাইরাল ভিডিও

পুলিশের ট্রেনিং চলছে মহম্মদ রফির গানে, ভাইরাল ভিডিও

পুলিশের ট্রেনিং চলছে মহম্মদ রফির গানে, ভাইরাল ভিডিও

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: ছুটে গিয়ে দুধ জোগার করলেন মহিলা পুলিশ, মঙ্গল গ্রহের চারপাশে অবাক করা সবুজ আভা

কিংবদন্তি ভারতীয় প্লেব্যাক সংগীতশিল্পী মহম্মদ রফির গান আজও জনপ্রিয়। তেলঙ্গানার একজন এএসআই রফির জনপ্রিয় ট্র্যাক গল গিয়া দিনের একটি সুর ব্যবহার করে নিয়োগ পদ্ধতিতে অনুশীলন করাচ্ছেন। এনার্জি আনতে অভূতপূর্ব একটি আকর্ষণীয় উপায় খুঁজে বের করেছেন তিনি। যা দেখে প্রশংসা করেছে নেট নাগরিকরা।

Advertisment

যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, অনুশীলনের সময় গানটি গেয়েছেন তিনি এবং এর তালে তালে অনুশীলন করছেন পুলিশকর্মীরা। এতে অনেকে বিস্মিত হয়েছেন। ভাইরাল ক্লিপটি আইপিএস অফিসার অনিল কুমার তার টুইটারে শেয়ার করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গোটা ঘটনা।

Advertisment

ভিডিওটি শেয়ার করার সঙ্গে জানিয়েছেন, প্রশিক্ষণ টিউন রফির। তেলঙ্গানা রাজ্য বিশেষ সুরক্ষা বাহিনীর অনুশীলন চলছে। এএসআই রাফি শারীরিক কসরত করার সময় গান গেয়ে নিয়োগ করেন।

Read the full story in English

viral news viral