Advertisment

চাঁদি ফাটা গরম! মজার মিমেই বেঁচে থাকার রসদ খুঁজছেন আম-আদমি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মিমগুলিতেই মানুষজন বাঁচার রসদ খুঁজতে শুরু করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata heat wave, কলকাতায় তাপপ্রবাহ, west bengal heat wave, পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ, heat wave alert bengal, বাংলায় তাপপ্রবাহের সতর্কতা, weather update, আবহাওয়ার পূর্বাভাস, weather forecast, bengal weather update, heat wave alert kolkata, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা, south bengal heat wave, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মিমগুলিতেই মানুষজন বাঁচার রসদ খুঁজতে শুরু করেছেন।

শুকনো গরমে জেরবার বাংলা। হাঁসফাঁস অবস্থা আম-আদমির। ‘লু’-এর দাপটে একেবারে কুপোকাত আট থেকে আশি! এর মাঝেই প্রবল গরমকে নিয়ে মজার মিম ছড়িয়েছে নেটদুনিয়ায়। নতুন বছরের প্রথম দিনেও আগুন ঝরাচ্ছে সূর্য। পয়লা বৈশাখের সকাল থেকেই সূর্যের গনগনে তেজে চাঁদিফাটা হওয়ার দশা। আলিপুর আবহাওয়া দফতর শুক্রবারই জানিয়েছিল রাজ্যের অধিকাংশ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি চলবে আগামী বুধবার পর্যন্ত। তবে এবার জানা যাচ্ছে, বুধবার নয় আগামী সপ্তাহের শেষ দিক পর্যন্ত রাজ্যের জেলায়-জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিতে নাজেহাল দশা হবে আট থেকে আশির। ১৫ জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই কয়েকটি জেলা থেকে প্রবল গরমে অসুস্থ ও মৃত্যুর খবরও সামনে এসেছে।

Advertisment
Kolkata heat wave, কলকাতায় তাপপ্রবাহ, west bengal heat wave, পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ, heat wave alert bengal, বাংলায় তাপপ্রবাহের সতর্কতা, weather update, আবহাওয়ার পূর্বাভাস, weather forecast, bengal weather update, heat wave alert kolkata, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা, south bengal heat wave, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ
গরম নিয়ে মজার মিম

গত সাত বছরে এমন উষ্ণ এপ্রিল মাস দেখেনি বাংলা। তার মাঝেও সোশ্যাল মিডিয়ায় গরম থেকে নিজেকে কিছুটা চনমনে রাখতে এখন ভরসা মিমগুলিই।  চৈত্রের শেষ বেলার তীব্র দহন মেজাজ এখনও জারি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে তাপমাত্রা না বাড়লেও অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির সম্ভাবনা এখনই নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনও আগামী বেশ কয়েকদিন ধরে অস্বস্তিকর এই গরম থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপামাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গরম যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেটিজেনদের রসবোধ। কখনও রিষড়া অথবা ব্যাণ্ডেল স্টেশনে উটের চড়ার ছবি, আবার কখনও চাঁদিফাটা গরমে দিব্যি স্ট্র দিয়ে ঠাণ্ডা পানীয়ের ন্যায় সুর্য্যিমামার ঘিলু চুষে খাবার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শারীরিক ভাবে কাহিল হলেও মানুষজন মানসিকভাবে পুরোপুরি সতেজ। অন্তত ভাইরাল মিমগুলি তার জলজ্যান্ত প্রমাণ।

বাড়তে থাকা গরমের দাপট নিয়ে মানুষজন সোশ্যাল মিডিয়ায় মজার মিম শেয়ার করছে, যা দেখে মানসিক ভাবে কিছুটা সতেজ হবেন আপনিও। ভাইরাল এই মিমগুলি দেখে হাসির রোল নেটদুনিয়ায়। প্রবল গরমের মাঝেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মিমগুলিতেই মানুষজন বাঁচার রসদ খুঁজতে শুরু করেছেন।

publive-image
সোশ্যাল মিডিয়া জুড়েই মজার মিম

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা বাদে বাকি জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি নাকাল করে তুলবে বাসিন্দাদের। মালদহ ও দুই দিনাজপুরের কোনও কোনও জায়গায় লু বইতে পারে বলেও আশঙ্কা হাওয়া অফিসের। শহর কলকাতার পরিস্থিতিও মারাত্মক। শুকনো গরমে জেরবার মহানগরী। শুক্রবার কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল চল্লিশ ডিগ্রির ঘরে।

আবহাওয়ার সাম্প্রতিক যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। অস্বস্তিকর এই গরমের হাত থেকে ক্ষণিকের মুক্তি দিতে তাই এখন বরুণদেবই ভরসা! চাতক পাখির মতো প্রত্যেকেই এখন তাকিয়ে তাঁরই দিকে।

summer Meme
Advertisment