New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-240.jpg)
১০,২০, ৫০০, ১০০, ২০০, ৫০০টাকার নোট ব্যবহার করে নির্মাণ করা হয়েছে মণ্ডপটি।
১০,২০, ৫০০, ১০০, ২০০, ৫০০টাকার নোট ব্যবহার করে নির্মাণ করা হয়েছে মণ্ডপটি।
১০,২০, ৫০০, ১০০, ২০০, ৫০০টাকার নোট ব্যবহার করে নির্মাণ করা হয়েছে মণ্ডপটি।
গণেশ চতুর্থী উপলক্ষ্যে টাকার পাহাড়। দৃশ্য দেখে চমকে উঠল নেটপাড়া। দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বেঙ্গালুরুতে প্রায় তিন কোটি টাকার মণ্ডপ দেখে চোখ কপালে। আর সেই মণ্ডপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে নিজেদের চোখকে কার্যত বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।
বেঙ্গালুরুর জেপি নগরের শ্রী সত্য গণপতি মন্দির প্রতি বছর নিত্যনতুন থিমের চমকের জন্য পরিচিত। এবার ১০,২০, ৫০০, ১০০, ২০০, ৫০০টাকার নোট ব্যবহার করে নির্মাণ করা হয়েছে মণ্ডপটি। সাজসজ্জার জন্য ২.১৮কোটি মূল্যের নোট এবং ৭০ লক্ষ টাকার কয়েন ব্যবহার করেছিল।
#WATCH | Bengaluru: Sri Sathya Ganapathi Temple in Puttenahalli, JP Nagar has adorned its premises with Indian currency notes and coins. The decorations include Rs 500, Rs 200, Rs 100, Rs 50, Rs 20 and Rs 10 notes along with coins. pic.twitter.com/7LE65GRxAY
— ANI (@ANI) September 18, 2023
১৫০ জন মিলে এক মাসের প্রচেষ্টায় মণ্ডপের সাজসজ্জা সম্পন্ন করেছেন। সিসিটিভি নজরদারি সহ মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা মোহন রাজু জানিয়েছেন “প্রতি বছর আমরা একটি অনন্য উপায়ে গণেশ চতুর্থী উদযাপন করি। গত বছরও আমরা মন্দিরটিকে বিশেষ স্টাইলে সাজিয়েছিলাম। এইবার, আমরা ভগবান গণেশের জন্য মালা এবং অলঙ্কার তৈরি করে গোটা মন্দিরটিকে ভারতীয় মুদ্রার নোট দিয়ে সাজিয়েছি। সবগুলোই আসল মুদ্রার নোট” ।