scorecardresearch

৯ কচিকাঁচাকে নিয়ে বাইকে ভ্রমণ, আজব ‘আইডিয়ায়’ চোখ কপালে

ভিডিওটি ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ লাইক করেছেন।

viral video, trending Video,Jugaad Video, Desi jugaad video, bike stunt video, ten people riding bike, ten people sitting on bike, trending video, viral video, shocking video, dangerous driving, dangerous jugaad video, funny video, funny jugaad video

মোটর সাইকেল সাধারণত দু’জনের বসার জন্য। কিন্তু আপনি যদি দেখেই একটি মোটর সাইকেলে সওয়ারির সংখ্যা ১০, অবাক হচ্ছেন? এমনই এক হাড়হিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সেরা উপায়কে কাজে লাগিয়ে ৯ কচিকাঁচাকে নিয়ে বাইকে বসিয়েছেন। তিনি আগে বাইকের সিটে বসে রয়েছেন। বাকী ৯ জন পরপর সামনে পিছনে মোটর সাইকেলে চেপে পড়েছেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে এক ব্যক্তি একটি বা দুটি নয়, নয়টি শিশুকে তার সঙ্গে মোটর সাইকেলে বসিয়েছেন।যা দেখে তাজ্জব নেটদুনিয়া।

ভিডিওতে দেখা যাচ্ছে নয়টি শিশুকে মোটর সাইকেলে বসানোর জন্য তিনি আশ্চর্য উপায় নিয়েছেন। যা দেখে স্তম্ভিত নেটপাড়া। এই ট্রেন্ডিং ভিডিওটি ইনস্টাগ্রামে jass__u.s.a নামের একটি আইডি থেকে শেয়ার করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। গত সপ্তাহে শেয়ার করা এই ভিডিওটি ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ লাইক করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Ten people sitting on bike through jugaad funny viral video