হাতে ব্রাশ, ব্যাকগ্রাউন্ডে গ্রামের এক সাদামাটা পরিবেশ, এক গানেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছিল বিহারের সমস্তিপুরের ভাইরাল গায়ক অমরজিৎ জয়কর। এখন সোশ্যাল মিডিয়ায় অমরজিত জয়কারের 'তেরি আশিকি নে মারা 2.0' গানটি আজকাল ট্রেন্ড করছে। মানুষজন এই গানটি খুব পছন্দ করছে।
Advertisment
বিহারের সমস্তিপুরের অমরজিৎ জয়কর আজকাল বেশ আলোচিত এক নাম। সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা অমরজিতকে আজ গোটা দেশ চিনেছে তার সুরের জাদুতে। বিখ্যাত ‘মিউজিক কম্পোজার’ হিমেশ রেশমিয়া সম্প্রতি অমরজিত জয়কারের সঙ্গে 'তেরি আশিকি নে মারা 2.0' গানটি গেয়েছেন। ইউটিউবে ইতিমধ্যেই গানটি ভাইরাল। চূড়ান্ত সাফল্য পেয়েছে অমরজিতের গাওয়া এই গান। এই সাফল্যের পর টুইট করেছেন ভাইরাল গায়ক অমরজিৎ। অমরজিৎ টুইট করে লিখেছেন গানের সাফল্যের পর তিনি মায়ের সঙ্গে দেখা করতে বিহারে যাচ্ছেন।
অমরজিত এক টুইট বার্তায় লিখেছে 'তেরি আশিকি নে মারা 2.0' আপনাদের সকলের আর্শীবাদ ও ভালবাসায় গানটি আজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এই আনন্দের খবর মা’কে জানাতে বিহারে যাচ্ছি’।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অমরজিৎ জয়কারের একটি ভিডিও। নব্বই দশকের গান গেয়েছিলেন অমরজিৎ জয়কার। ভিডিও ভাইরাল হতেই বলিউডের অনেক তারকারই চোখের ঘুম কেড়ে নিয়েছিল অমরজিত। অমরজিতের সঙ্গে কথা বলেছেন অভিনেতা সোনু সুদ। এরপর অমরজিতকে মুম্বইতে ডাকা হয়। এখন অমরজিৎও পৌঁছে গেছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চেও। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অমরজিতের ভাগ্য বদলে গেছে।
অমরজিত জয়কর, যিনি তার সুরের মাধ্যমে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন, ১৯৮৮ সালের 'দুশমন' চলচ্চিত্রের 'চিঠি না কোন সন্দেশ' গানটি গেয়ে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে শ্রদ্ধা জানিয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করেছেন অমরজিত জয়কার।