সেক্রেড গেমস টু কে যে ভাবে সোশাল মিডিয়া আহবান জানিয়েছে

যে বিষয় নিয়ে সিরিজে কাজ হয়েছে সেটা ভারতে এখনও নতুন। বিভিন্ন স্টোরিলাইনে খুব সুন্দরভাবে তা দৃশ্যায়িত করছে এই সিরিজ।

যে বিষয় নিয়ে সিরিজে কাজ হয়েছে সেটা ভারতে এখনও নতুন। বিভিন্ন স্টোরিলাইনে খুব সুন্দরভাবে তা দৃশ্যায়িত করছে এই সিরিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সেক্রেড গেমসের প্রথম সিজন ভারতীয় ওয়েব সিরিজের বেঞ্চমার্ক তৈরি করেছে। আন্তর্জাতিক শোয়ের বিচারে ভারতীয় দর্শক আগে কখনও এত ভাল ওয়েব কনটেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেনি। সেক্রেড গেমস টু ১৫ আগস্ট ল্ঞ্চ হবে জানা ছিল আগ্রহী দর্শকবৃন্দর। ঘড়িতে কাটায় কাটায় বারোটা বাজার সঙ্গে সঙ্গেই নেটফ্লিক্স খুলে বসেছিলেন তারা। তাই নিয়েই সোশাল মিডিয়া ছেয়ে গেছে মজার মিমে।

Advertisment

Advertisment

সেক্রেড গেমসের এই সিজনের চিত্রনাট্য লিখেছেন বরুণ গ্রোভার, ধ্রুব নারাং, নিহিত ভাবে এবং পূজা তলানি। পরিচালনায় ছিলেন অনুরাগ কাশ্যপ এবং নীরজ ঘেওয়ান। বিক্রম্যাদিত্য মোতওয়ানের পরিবর্তে এই সিজনে এসেছেন নীরজ। তবে এটা দেখে স্বস্তি হবে শোয়ের ব্যাকরণ কোনভাবেই বদলে যায়নি। যে বিষয় নিয়ে সিরিজে কাজ হয়েছে সেটা ভারতে এখনও নতুন। বিভিন্ন স্টোরিলাইনে খুব সুন্দরভাবে তা দৃশ্যায়িত করছে এই সিরিজ।

Read the full story in English

viral