New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_430b7f.jpg)
অবাক করা ভিডিও ভাইরাল
অবাক করা ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
অবাক করা ভিডিও ভাইরাল
প্রচণ্ড গরমে অনেকেই মাটির কলসি থেকে জল পান করাকেই শ্রেয় বলে মনে করেন। মাটির কলসিতে জল যেমন ঠান্ডা থাকে তেমনই প্লাস্টিকের বোতলের বদলে তা অনেক বেশি স্বাস্থ্যকর। অনেক ক্ষেত্রে মাটির কলসি থেকে জল ঢেলে খেতে অনেকেরই সমস্যা থাকে। বারে বারে জল ঢেলে খাওয়াকে অনেকেই ঝামেলা বলে মনে করেন। তারা মাটির কলসি থেকে নিজেদের কিছুটা দূরে রাখতেই পছন্দ করেন।
কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাটির কলসিতে একটি কল সেট করা হয়েছে সেখানে গ্লাস ধরলে অটোমেটিক জল পড়ছে। ঝড়ের বেগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিত অবাক হবেন দেশে প্রতিভার কোন শেষ নেই। আসুন তাহলে ভিডিওটি দেখে নিন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি মাটির কলসিতে সেন্সর জাতীয় মেশিন বসিয়েছেন। কলের নীচে গ্লাসটি রাখার সঙ্গে সঙ্গে মাটির কলসি থেকে জল গ্লাসে পড়তে শুরু করে। গ্লাসটি সরানোর সঙ্গে সঙ্গে জল বের হওয়া বন্ধ হয়ে যায়।
बार-बार पानी निकालने का झंझट खत्म,
जुगाड़ से घड़े को बना दिया ऑटोमैटिक मटका😳🔥 pic.twitter.com/5rosLMGabn— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) May 2, 2024
এই ভিডিওটি @ গুলজার_সাহাব নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এক্স (আগে টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, 'বারবার জল ঢেলে খাওয়ার ঝামেলা শেষ'। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২৬ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- খুব সুন্দর পদ্ধতি। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন - এটি একটি খুব স্মার্ট এবং সহজ পদ্ধতি যা জীবনকে আরও সহজ করে তোলে।