জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। জুয়া খেলার বিষয় ছিল গাধার দৌড়। কোন গাধা জিতবে, তার উপর লাগানো হয়েছিল বাজি । অভিযুক্তরা সেই গাধার উপর টাকা লাগিয়েছিলেন। যা অবশ্যই বেআইনি। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। গ্রেফতার করে আট ব্যক্তি ও একটি গাধাকে।
স্থানীয় চ্যানেল সামা টিভিতে পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তর সঙ্গে গাধার নামও নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত।
Donkey arrested for participating in a gambling racing in Rahim Yar Khan. Eight humans also rounded up, Rs 120,000 recovered. https://t.co/RIULiecduw pic.twitter.com/1FipntTR60
— Naila Inayat नायला इनायत (@nailainayat) June 7, 2020