New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_1afadd.jpg)
বিমানে নাচের তালে রিল বানাতে দেখা দিয়েছে এক মহিলাকে। যা দেখে পিলে চমকে উঠেছেন সকলে।
বিমানে নাচের তালে রিল বানাতে দেখা দিয়েছে এক মহিলাকে। যা দেখে পিলে চমকে উঠেছেন সকলে।
বিমানে নাচের তালে রিল বানাতে দেখা দিয়েছে এক মহিলাকে। যা দেখে পিলে চমকে উঠেছেন সকলে।
Viral Video: ট্রেন মেট্রো অতীত! এখন রিল বানানোর নেশায় বুঁদ তরুণ প্রজন্মের একটা বড় অংশ। তবে এখন বিমানে নাচের তালে রিল বানাতে দেখা দিয়েছে এক মহিলাকে। যা দেখে পিলে চমকে উঠেছেন সকলে।
বিমানে নাচ। এক মহিলার রিল তৈরির একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখে মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আজকাল রিল বানানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিল তৈরির মাধ্যমে রাতারাতি ভাইরাল হতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। কিছু লোক রিল বানাতে পাবলিক প্লেস এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, যা দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ ক্ষুব্ধ হন। এই মুহূর্তে ভাইরাল হওয়া একটি ভিডিওতেও তেমনই কিছু ঘটছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিমানে বসে আছেন কয়েকজন। যাত্রীরা সবাই তাদের সিটে আরাম করে বসে আছে। কালো শাড়ি পরা একজন মহিলা আসনের মাঝখানে দাঁড়িয়ে আছেন। সে তার স্থানীয় ভাষায় একটি গানে নাচের ভিডিও রেকর্ড করা শুরু করে। বিমানে বসে থাকা কিছু লোক তার দিকে তাকিয়ে আছেন। আর কিছু লোক তার সেই নাচকে উপেক্ষা করছেন। পাবলিক প্লেসে নাচতে গিয়ে এক মহিলার রিল বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পর মানুষ ক্ষোভও প্রকাশ করেছেন।
আরও পড়ুন - < Viral Video: পোষ্যকে লাখ টাকার সোনার চেন! মালকিনের দেওয়া উপহার খুশিতে ডগমগ সারমেয় >
এই ভিডিওটি ইনস্টাগ্রামে salma.sheik.9216 নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ৮০ হাজার মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন-যাত্রীরা খুব অদ্ভুত কিছু অনুভব করছেন এবং দ্বিতীয়ত, এমন পাগলামি করার জন্য মনে রাখা উচিত এটি তার ব্যক্তিগত বিমান নয়। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- এই সব শুরু হয়েছে বিমানেও। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- আমার ফ্লাইটে এসব হওয়া উচিত নয়। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- এই সব পাগলামি বন্ধ কর।