Advertisment

খাটো মানুষ হিসাবে বিশ্বসেরার স্বীকৃতি, উচ্চতা জেনে অবাক হবেন

জন্মের সময় ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম

author-image
IE Bangla Web Desk
New Update
smallest person in world,world's shortest man,Shortest living man,worlds shortest man Afshin Esmaeil,20 year old worlds shortest man, worlds shortest man from Iran, worlds shortest man hight 2 feett 1.68 inch, who is worlds shortest man

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ, উচ্চতা শুনলে অবাক হবেন। হ্যাঁ আজ এমন এক লোকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে যিনি বিশ্বের মধ্যে সবচেয়ে খাটো মানুষ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন। জানেন কোথায় থাকেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ আফসিন ইসমাইল? বিশ্বের সবচেয়ে খাটো মানুষটির বাস ইরানে।

Advertisment

কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিকে নিয়ে শোরগোল পড়ে যায়। তুরস্কের সুলতান কোশান সবচেয়ে লম্বা পুরুষের খেতাব ধরে রেখেছেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারি তিনিও। তবে তাঁর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে বিশ্বের সবচেয়ে খাটো এই মানুষটিও। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস টুইটারের তথ্য অনুসারে শেয়ার আফসিনের বয়স ২০ বছর। তার উচ্চতা মাত্র ২ ফুট ১.৬৮ ইঞ্চি। কলম্বিয়ার বাসিন্দা ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনো হার্নান্দেজকে পেছনে ফেলে আফশিন এই রেকর্ডটি অর্জন করেন।

জন্মের সময়, তার ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, যেখানে স্বাভাবিক শিশুদের ওজন ২ কেজির কম প্রায় হয় না। গিনেস বুক অফ রেকর্ড অনুসারে, খাটো হওয়ার কারণে, জন্ম থেকেই নানান সমস্যায় পড়তে হয় তাকে। লেখাপড়া থেকে খেলাধুলায় অন্যান্য শিশুদের থেকে পিছিয়ে পড়েন তিনি। তিনি ভয় পেয়ে তিনি শৈশবে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার চিকিৎসার খরচ, ওষুধ জোগাড় করতেই হিমশিম খেতে হত পরিবারকে।

এক সাক্ষাৎকারে আফসিন বলেছিলেন- ‘এটা আমার কাছে স্বপ্নের মত। আজ অনেকেই আমাকে চেনেন’। কয়েকদিন আগে তিনি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা পরিদর্শনেও গিয়েছিলেন। আপনি জেনে অবাক হবেন যে আফসিন কখনই একা বাড়ির বাইরে বের হন না। বেশিরভাগ সময় বাবা-মায়ের সঙ্গে বাইরে বেরোন তিনি।

Viral Video
Advertisment