Advertisment

৯০০ বছর আগেও স্টাইলিশ জুতো পরতেন মানুষ! ভাইরাল ছবি

ভাস্কর্যে থাকা মূর্তির পায়ে থাকা জুতোর স্টাইলের সঙ্গে বাটা কোম্পানির জুতোর হুবহু মিল রয়েছেন বলে মনে করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজকের ফ্যাশনে যা যা রয়েছে তা নাকি পুরোনো দিন থেকেই গৃহীত। এমন কথা আমরা বাপ ঠাকুরদার কাছ থেকে প্রায়শই শুনে থাকি। ছবি দেখলে, অগত্যা মেনেও নিতে হয়। কিন্তু সেই মন্তব্য যে কতটা সত্য, তা সম্প্রতি একটি ভাইরাল হওয়া ছবিতে স্পষ্ট।

Advertisment

ভি গোপালন নামের এক টুইটার ইউজার নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন কয়েকটি ছবি। সেই ছবিগুলির ভিত্তিতেই তিনি দাবি করেছেন, যে ৯০০ বছর আগে মানুষ এখনকার মত স্টাইলিশ জুতো পরত।

আরও পড়ুন:বৌদ্ধ সন্ন্যাসীর ধ্যানে বাগড়া দিচ্ছে বিড়াল, ভাইরাল ভিডিও

তামিলনাড়ুর অভুদয়ারকইলে ৯০০ বছরের পুরনো মন্দির রয়েছে।সেই মন্দিরের গায়ে রয়েছে প্রাচীন ভাস্কর্যের নিদর্শন। সেই ভাস্কর্যের তিনটি ছবি পোস্ট করেছেন ভি গোপালন। একইসঙ্গে বাটা কোম্পানির একটি জুতোর ছবিও জুড়ে দিয়েছেন। সেই সব ভাস্কর্যে থাকা মূর্তির পায়ে থাকা জুতোর স্টাইলের সঙ্গে বাটা কোম্পানির জুতোর হুবহু মিল রয়েছেন বলে মনে করেন তিনি।

ভি গোপালনের ওই টুইট ঘিরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন নেটিজেনরা। শুরু হয়েছে রি-টুইট, কমেন্ট ও শেয়ার।

viral
Advertisment