লাক্সারি ব্র্যান্ড ‘লুই ভিটন’ লবণের দানার চেয়েও ছোট একটা ব্যাগ বানিয়ে সকলকেই চমকে দিয়েছে। এই ব্যাগটি এতটাই ছোট যে মাইক্রোস্কোপের তলায় ধরলে তবেই তা দেখা যাচ্ছে। নিওন রঙের এই লোগো দেওয়া ব্যাগটি প্যারিস ফ্যাশনের জন্য বানানো হয়েছে।
Advertisment
কিছু প্রতিষ্ঠান তার পণ্যের গুণমানের জন্য মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। এই তালিকায় ‘লুই ভিটন’-এর নামও রয়েছে। সেলেবরা এই কোম্পানির ব্যাগের ডিজাইন এতটাই পছন্দ করেন যে তারা এটি ছাড়া তাদের ফ্যাশন যে সম্পূর্ণ হয়েছে তা মনেই করেন না। এই ব্র্যান্ডের একটি ব্যাগের দাম লাখ টাকা। প্রতিটি পণ্যে থেকে সংস্থার নিজস্ব লোগো। যা পণ্যকে সকলের থেকে আলাদা করে তোলে। এই সংস্থাটি সেরা হ্যান্ডব্যাগ তৈরির জন্য বিখ্যাত। সম্প্রতি সংস্থার তৈরি একটি মাইক্রোস্কোপিক ব্যাগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হ্যান্ডব্যাগের ছবি, এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে, MACHF (@mschf) নামে একটি অ্যাকাউন্ট পোস্ট করা হয়েছে এই ব্যাগের। সব মিলিয়ে তিনটি ছবি সামনে এসেছে। প্রথম ছবিতে দেখা যায় ব্যাগের নকশা মাইক্রোস্কোপিক ভিউ থেকে দেখানো হয়েছে। এতে একটি সবুজ রঙের ব্যাগ দেখা যায় যার ওপর ডিজাইন করা হয়েছে লুই ভিটনের লোগো। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে ব্যাগটি আঙুলের ওপর রাখা হয়েছে। যা একেবারে লবণের দানার চেয়েও ছোট। একই সঙ্গে তৃতীয় ছবিতে এর বড় আকার দেখা যাচ্ছে। পোস্টে দেওয়া তথ্য অনুসারে, এই ব্যাগটি MSCHF ডিজাইন করেছে। বিশেষ বিষয় হল প্যারিস ফ্যাশন উইকে নিলামের জন্য বগটি রাখা হবে। এটি লবণের দানার চেয়েও ছোট। শুধু তাই নয়, ব্যাগটি দেখতে একটি মাইক্রোস্কোপ প্রয়োজন।
একদিন আগে শেয়ার করা এই পোস্টটিতে ৭০ লাখের বেশি লাইক হয়েছে। সবুজ রঙের সিলিকা জেল দিয়েই তৈরি হয়েছে এই ব্যাগ। ব্যাগটি আয়তনে ৬৫৭x২২২x ৭০০ মাইক্রোমিটার এর পাশাপাশি ব্যবহারকারীরাও কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন- ‘ভাবুন কোথাও পড়ে গেলে কী হবে? ব্র্যান্ডটিকে অন্যান্য ব্র্যান্ড থেকে আলাদা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভবত এই কারণেই লুই ভিটন ব্যাগ প্রস্তুতকারকদের তালিকায় একটি বিখ্যাত এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ড।