পায়ের দৈর্ঘ্য বাড়াতে লক্ষ লক্ষ টাকার অস্ত্রোপচার, মডেলের কাণ্ডে রাতের ঘুম উড়েছে নেটদুনিয়ার। অনেকেই আছেন বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, তারা কসমেটিক সার্জারির মাধ্যমে নিজেদের আরপ বেশি সুন্দর ও আকর্ষনীয় করে তোলেন। কিন্তু পায়ের দৈর্ঘ্য বাড়াতে লক্ষ লক্ষ টাকার অস্ত্রোপচার এমন ঘটনা কেউ কস্মিনকালেও শুনেছেন বলে মনে করতে পারছেন না।
জার্মানির হামবার্গের এক মডেল, থেরেশিয়া ফিশার স্রেফ সোশ্যাল মিডিয়ায় তার পায়ের জন্য পরিচিত। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় দেড়লক্ষ। বিশ্বজোড়া খ্যাতির কারণও তার সেই সুবিশাল পা। জটিল ও ব্যায়বহুল সার্জারির মাধ্যমে তিনি তার পায়ের উচ্চতা ৫.৫ ইঞ্চি করেছেন। তিনি এখন তার উচ্চতা নিয়ে রীতিমত গর্ব করেন। অপারেশনের সময় তার পায়ে টেলিস্কোপিক রড ঢোকানো হয়। যার ফলে এখন তার উচ্চতা ছয় ফুটের কিছু বেশি।
শুধু পায়ের প্রেমে পড়ে এখন তার বয়ফ্রেণ্ডের সংখ্যা ৬। থেরেশিয়া জানিয়েছেন, পায়ের সার্জারির মাধ্যমে তিনি যে উচ্চতা এখন পেয়েছেন তার কারণে আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও বেড়েছে বহুগুণে। মডেল বলেছেন যে তিনি এখন তার লম্বা পা নিয়ে খুশি এবং সন্তুষ্ট। জানা গিয়েছে সার্জারি বাবদ তার খরচ হয়েছে মোটি দেড় কোটি টাকা। এখন তিনি আশাবাদী যে এই অস্ত্রোপচারের পরে তিনি আরও বেশি কাজ পাবেন এবং তার উপার্জন আরও বাড়বে।