Advertisment

অন স্ক্রিন প্রেম, ঝড় তুলেছে ইন্টারনেটে

সম্প্রতি এক দম্পতি প্রেম ভালোবাসায় মজেছে টিকটক অ্যাপে, যা রীতিমত নজর কেড়েছে নেট নাগরিকদের। ইউজারের নাম @kanharam75।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টিকটক প্ল্যাটফর্ম যে কতটা জনপ্রিয় তার আন্দাজ মিলেছে ব্যান হওয়ার ঘটনায়। চাইনিজ ভিডিও শেয়ারিং টিকটক অ্যাপের ইউজার সংখ্যা বর্তমানে ২০০ মিলিয়ন ছাড়িয়েছে । যেখানে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে একের পর এক ভিডিও। কেউ ভিডিও বানাতে খুব পাকাপোক্ত হলেও অনেকেই বিষয়টিকে ঠিক সংলাপের সঙ্গে দাঁড় করাতে পারেন না। কিন্তু মজার বিষয়, তাতেও কমে যায় না টিকটকের মজা। প্রত্যেকটা ভিডিওর শুরু থেকে শেষ সম্পূর্ণটাই থাকে এন্টারটেনমেন্ট প্যাকেজ।

Advertisment

সম্প্রতি এক দম্পতি প্রেম ভালোবাসায় মজেছে টিকটক অ্যাপে, যা রীতিমত নজর কেড়েছে নেট নাগরিকদের। ইউজারের নাম @kanharam75। গানের সঙ্গে নেচে বা সংলাপে ঠোঁট নেড়ে অভিনয় করে মাত করেছে এই 'কাপেল'। কখনও তারা বাজিগারের শাহরুখ কাজল তো কখন বা  তারা ৬০ এর দশকের নায়ক নায়িকা।

Advertisment

Read the full story in English

viral
Advertisment