Advertisment

Viral: ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে ভ্রমণ করছেন? সাবধান, এই ভিডিওটি অন্তত একবার দেখুন!

প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ট্রেনে চড়ার পর আপনার সামান্য ভুল ডেকে আনতে পারে বড় বিপদ!

author-image
IE Bangla Web Desk
New Update
Train Ka Video,Train Me Chori,Google Trends Today,Thief Pulling Woman's Chain,Omg Video,Chor Ka Video

প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ট্রেনে চড়ার পর আপনার সামান্য ভুল ডেকে আনতে পারে বড় বিপদ!

ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে ভ্রমণ করছেন? সাবধান। এই ভিডিওটি অন্তত একবার দেখুন।

Advertisment

প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ট্রেনে চড়ার পর আপনার সামান্য ভুল ডেকে আনতে পারে বড় বিপদ! তেমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে একজন যুবক ট্রেনে এক মহিলার গলা থেকে চেন টানতে শুরু করেন। ট্রেনে হার ছিনতাইয়ের এই ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি চলন্ত ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ভ্রমণ করছেন। কিছুক্ষণ পর ক্যামেরায় যা ধরা পড়ল তা আপনার হুঁশ উড়িয়ে দেবে।

কিছুক্ষণ পর দুই মহিলাকে ট্রেনের ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের সিটের দিকে যেতে দেখা যায়। মুহূর্তেই গেটে দাঁড়ানো ব্যক্তি এক মহিলার গলা থেকে চেন টেনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। ভিডিওটি videonation.teb নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপলোড করা হয়েছে।

viral
Advertisment