প্রতিদিনের কাজে নিত্যসঙ্গী সাধের পোষ্য, কাহিনী মন জয় করবেই

প্রিয় পোষ্য টাইগারকে সঙ্গে নিয়ে প্রতিদিন ২০ কিলোমিটার সাইকেল ভ্রমণ.....

প্রিয় পোষ্য টাইগারকে সঙ্গে নিয়ে প্রতিদিন ২০ কিলোমিটার সাইকেল ভ্রমণ.....

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai, security guard, pet dog, heartwarming, cute, viral video,

প্রিয় পোষ্য টাইগারকে সঙ্গে নিয়ে প্রতিদিন ২০ কিলোমিটার সাইকেল ভ্রমণ

শহরের দ্রুত এগিয়ে চলার জীবনে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই গল্প সোশ্যাল মিডিয়ায় মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এই গল্পটিও আপনার মন জয় করবে। মুম্বইয়ের বোরিভালিতে নিরাপত্তা রক্ষীর কাজ করেন বছর ৭০-এর গুপ্তাজির। তাঁর প্রতিদিনের রুটিনের জন্য তিনি আজ সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে উঠেছেন। গুপ্তাজি তার প্রিয় পোষ্য টাইগারকে সঙ্গে নিয়ে প্রতিদিন ২০ কিলোমিটার সাইকেল ভ্রমণ করেন।

Advertisment

কুকুরই মানুষের সবচেয়ে কাছের বন্ধু। কুকুরের সঙ্গে মানুষের ভালবাসার বন্ধন এতটাই মজভুত হয়ে যায় যা প্রিয় পোষ্যকে ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না। এই সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে কুকুরের সঙ্গে এক নিরাপত্তারক্ষীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রতিদিন সাধের পোষ্যকে নিয়ে ২০ কিলোমিটার রাস্তা সাইকেলেই ভ্রমণ করেন ওই নিরাপত্তারক্ষী। তার এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ক্লিপটি ইনস্টাগ্রামে (@aww_buds) নামের একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা এক বৃদ্ধ তার পোষ্যকে কোলে নিয়ে সাইকেলে ব্যাগের করে নিয়ে প্রতিদিন ডিউটি করেন। ২০ কিলোমিটার পথ পোষ্যকে নিয়ে এভাবেই ভ্রমণ করেন সাধের পোষ্য। খবর লেখা পর্যন্ত এই ভিডিওটি ১৬ লাখেরও বেশি ভিউ হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন- এই কাহিনী সত্যিই মানুষের মন জয় করেছে।

viral