scorecardresearch

১০ সেকেন্ডের মধ্যেই খাবার ডেলিভারি, কী করে অসম্ভবকে সম্ভব করলেন সুইগি ডেলিভারি এজেন্ট?

ডেলিভারি এজেন্ট মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই অর্ডার ডেলিভারি করেন

Canadian Man, Bengaluru, Orders, McDonald's, Midnight, 10 Seconds, Swiggy, Zomato, Zepto, Blinkit, Koramangala, pickup window, Caleb Friesen, sanjay, hello sanjay, online food, fast delivery

মাঝরাতে খিদের জ্বালায় নাজেহাল। খাবারের খোঁজে রাস্তায় বেরিয়ে ম্যাকডোনাল্ডসের সামনে দাঁড়িয়ে এক বিদেশি দেখেন রেস্তোরাঁ তখন পুরোপুরি বন্ধ। সেই সময় এমন এক কৌশল অবলম্বন করলেন তিনি, অর্ডার করার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেল খাবার। ক্যালেব ফ্রিজেন নামের এক ব্যক্তির পোস্ট সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল।

মাঝরাতে খিদে পাওয়ায় ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর সামনে খাবারের সন্ধানে গিয়ে দেখেন রেস্তোরাঁ বন্ধ। খানিক পরেই তাঁর নজর পরে পিক-আপ উইন্ডোতে বেশ কয়েকটি ডেলিভারি এজেন্ট বসে রয়েছে। তারপরে তিনি সুইগি অ্যাপে খাবারের অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাপে, তিনি রেস্টুরেন্ট হিসেবে পিকআপের লোকেশান বেছে নেন। ডেলিভারি এজেন্ট মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই অর্ডার ডেলিভারি করেন।

তার পোস্টে, ফ্রিজেন লিখেছেন, “মধ্যরাতে কোরামঙ্গলায় ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম, রেস্তোরাঁ বন্ধ থাকায় কিছুটা হতাশ হয়েছিলেন তিনি। পিক-আপ উইন্ডোতে তিনি দেখেন বেশ কয়েকজন ডেলিভারি এজেন্ট বসে ছিলেন। অগ্যতা মাথায় এল এক দারুণ প্ল্যানিং ,আমি ম্যাকডোনাল্ডসে পছন্দের খাবার সুইগির মাধ্যমে অর্ডার করি। ১০ সেকেন্ডের মধ্যে ডেলিভারি পেয়েছি অর্ডার করা খাবার। “পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিও’ও শেয়ার করেছেন। ক্লিপটিতে, ডেলিভারি এজেন্টকে অর্ডার ডেলিভারি দেওয়ার পরে রীতিমত হাসতে দেখা গেছে। তিনি বলেন, এত কাছাকাছি ডেলিভারি লোকেশানে এই প্রথম খাবার ডেলিভারি করলাম। বেশ ভাল লাগছে।

একটি ফলো-আপ টুইটে, ফ্রিজেন শেয়ার করেছেন যে ডেলিভারি এজেন্টের নাম সঞ্জয় এবং তিনি ইউটিউবে ভিডিওও করেন। তিনি লিখেছেন, “সঞ্জয় সেই ব্যক্তি যিনি আমাকে আমার অর্ডার দিয়েছিলেন। ভিডিওটি ৮ ই ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল এবং এখন পর্যন্ত ভিডিওটি ১১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। অনেকেই পোস্টটিতে মজার মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “অবসলুউট @peakbengaluru মুহূর্ত!”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: This bengaluru man was able to get a mcdonalds meal delivered in 10 seconds heres how