Advertisment

আহত কুকুরছানাকে দত্তক নিলেন কানাডিয়ান দম্পতি, দেখুন মিষ্টি ভিডিও

খবর অনুসারে জানা গিয়েছে কানাডিয়ান এক দম্পতি ভারতের এক পথ কুকুরকে দত্তক নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আহত কুকুরছানাকে দত্তক নিলেন কানাডিয়ান দম্পতি

পথ কুকুরদের নানান ভিডিও আপলোড হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। এর আগে তাজ হোটেলের এক কর্মচারী বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতার নীচে আশ্রয় দিয়েছিলেন পথ কুকুরদের সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রতন টাটা। অন্য একটি ঘটনায় কলকাতার এক ট্রাফিক আধিকারিক বৃষ্টির মধ্যে একই ছাতার নীচে আশ্রয় নেওয়া পথ কুকুরদের সঙ্গে রাস্তায় ডিউটি করছিলেন সেই ঘটনাও ব্যপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ভারতের এক পথ কুকুরকে দত্তক নেওয়ার ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর অনুসারে জানা গিয়েছে কানাডিয়ান এক দম্পতি ভারতের এক পথ কুকুরকে দত্তক নিয়েছেন। আর এই ঘটনা ভাইরাল হতেই ভিনদেশি দম্পতির প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

Advertisment

হাভিলাহ হেগার উইলি এবং তার স্বামী স্টিফেন একটি রাস্তার কুকুরকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রক্রিয়াটি এতটা সহজ ছিলনা। বৈধ কাগজ পত্র তৈরি করতেই বেশ কয়েক মাস চলে যায়। জানা গিয়েছে কুকুর ছানাটি একটি গাড়ির ধাক্কায় মারাত্মক ভাবে জখম হয়েছিল। ধাক্কায় তার পায়ে মারাত্মক চোট লাগে। বাদ যায় লেজও। এমন অবস্থায় সেই কুকুরকেই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন কানাডিয়ান ওই দম্পতি। বিমান বন্দরে নতুন অতিথিকে স্বাগত জানাতে বিমান বন্দরে অপেক্ষা করতে দেখা গিয়েছে দম্পতিকে। কুকুর ছানাটিও ভিনদেশী দম্পতিকে আপন করে নিতে বেশি সময় নেয়নি। বিমান বন্দর থেকে বাইরে এসেই দম্পতির সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে কুকুর ছানাটি। আর সেই মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাতে ইতিমধ্যেই দেড় লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে সকলেই কানাডিয়ান এই দম্পতির পশুপ্রেম দেখে মুগ্ধ হয়েছে। একজন ইউজার লিখেছেন, ‘আপনাদের জন্য আমরা গর্বিত’।

Advertisment