Advertisment

সেলসম্যানের স্মার্টনেস অবাক করার মতই, ১৫ মিনিটেই খরচ ২০ হাজার, নজিরবিহীন এ কাহিনী!

তিনি জানতেন না যে সেলসম্যান তার কাছে এসেছিলেন  তিনি একজন সাধারণ কর্মচারী নন বরং তিনি নিজেই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Story, viral post, LinkedIn, LinkedIn post, LinkedIn post viral, LinkedIn viral post, Gurugram news, inspirational story, inspiring story,

সেলসম্যানের স্মার্টনেস অবাক করার মতই।

সেলসম্যানের স্মার্টনেস অবাক করার মতই। ব্যাগ কিনতে ঢুকেছিলেন একটি মলে। স্রেফ ওই সেলসম্যানের দক্ষতায় ১৫ মিনিটের মধ্যে ২০ হাজার টাকার অফিস ব্যাগ কিনতে বাধ্য হলেও এক ব্যক্তি। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই সেলসম্যানের স্মার্টনেসের তারিফ করেছেন।  

Advertisment

তার পোস্টে, তিনি লিখেছেন যে তিনি একটি সাধারণ অফিস ব্যাগ কিনতে সাইবারহাবের ডেইলিঅবজেক্টস স্টোরে যান।  তবে তিনি জানতেন না যে সেলসম্যান তাকে সহায়তা করছেন তিনি একজন সাধারণ কর্মচারী নন বরং তিনি নিজেই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।

অফিস ব্যাগের সন্ধানে গুরুগ্রামের একটি মলে প্রবেশ করে এক ব্যক্তি মাত্র ১৫ মিনিটের মধ্যে ২০ হাজার টাকা মূল্যের বেশ কয়েকটি ব্যাগ কিনেছিলেন। ওই ব্যক্তি জানিয়েছেন যে সেলসম্যানের সেলস টেকনিক এতটাই আশ্চর্যজনক ছিল যে তিনি বেশ কয়েকটি ব্যাগ কিনতে বাধ্য হন। LinkedIn-এ, প্রণয় লোয়া, ডেইলিঅবজেক্টস-এর সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ গর্গের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা শেয়ার করেছেন।

পোস্টে, তিনি বলেছিলেন যে তিনি একটি সাধারণ অফিস ব্যাগ কিনতে সাইবারহাবের ডেইলিঅবজেক্টস স্টোরে প্রবেশ করেছিলেন। তবে তিনি জানতেন না যে সেলসম্যান তার কাছে এসেছিলেন  তিনি একজন সাধারণ কর্মচারী নন বরং তিনি নিজেই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।

প্রণয় লোয়া লিখেছেন, 'একজন সেলসম্যান আমাকে ১৫ মিনিটে ২০ হাজার টাকা খরচ করতে রাজি করালেন! প্রণয় লিখেছেন সেলসম্যান হলেন "পঙ্কজ গর্গ, ডেইলিঅবজেক্টের সহ-প্রতিষ্ঠাতা, একটি ভারতীয় লাইফস্টাইল ব্র্যান্ড যার বার্ষিক আয় ১০০ কোটির বেশি।

viral
Advertisment