New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_e3b0df.jpg)
খবর লেখা পর্যন্ত ভিডিওটি লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে।
দুঃসাহসিক রোমান্টিকতার রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইতে শুরু করবে। নিচে গভীর খাত। উপরে আকাশ। শূন্যে 'ডাইনিংয়ে' শ্বাসরুদ্ধকর ভিডিও দর্শকদের মধ্যে উন্মাদনা জাগিয়ে তুলেছে।
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই "রোমান্টিক ডিনার"-এর ভিডিও। খবর লেখা পর্যন্ত ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে। আজকালে দম্পতি প্রি-ওয়েডিং শ্যুটের জন্য সেরা লোকেশন থেকে নজরকাড়া পোশাক পরে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এক দম্পতি পাহাড়ের কোলে শূন্যে ঝুলে খাওয়া-দাওয়া করছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাবলের মাধ্যমে যুক্ত করা একটি টেবিলে বসে আছেন ওই দম্পতি৷ অনলাইনে পোস্ট করার পর থেকে, কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সবুজ পাহাড়ের পটভূমিতে রোমান্টিক পরিবেশে এমন ডিনার দেখে বিস্মিত হয়েছেন।
অজস্র মানুষ ভিডিওটিতে তাদের মন্তব্য জানিয়েছেন, একজন ব্যবহারকারী পোস্টের কমেন্ট সেকশনে লিখেছেন, "এরা কি পাগল? টেবিল-চেয়ার উল্টে গেলে কী হবে।" অন্য একজন মন্তব্য করেছেন, "ভীতিকর রোম্যান্স।"