/indian-express-bangla/media/media_files/2024/10/24/iqQa3nFfmr2561oSPSZH.jpg)
মিষ্টি শিশুকন্যার ভিডিও মুখে হাসি ফোটাবে
Viral Video: এই ছোট্ট মেয়েটির 'কিউট' ভিডিও আপনার মুখে হাসি ফোটাতে বাধ্য। ১৫ লক্ষের বেশি মানুষের মন জয় করেছে মিষ্টি এই ভিডিও।
সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ছোট্ট মেয়ের 'কিউট' ভিডিও। ভিডিওটি দেখলে আপনার মুখে হাসি ফুটতে বাধ্য। ভিডিওটি দেখার পর মানুষ মন্তব্য করে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
প্রতিদিনই বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মানুষ বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া সাইটগুলিও ব্যবহার করেন সেখানে তারা প্রতিদিন হাজারো ভিডিও দেখতে পান। তবে তার মধ্যে হাতে গোণা কয়েকটি ভিডিও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই এই ভিডিও লাখো মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', রিয়েল টাইম ট্র্যাক করে পান লেটেস্ট আপডেট
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি বেঞ্চে বসে আছে একটি ছোট্ট মেয়ে। ওই জায়গায় বিভিন্ন বেঞ্চে অনেক লোক বসে আছেন। মেয়েটি যে সিটে বসে আছে, তার পাশে একটি কাপড় বিছিয়ে তার উপর চপ্পল রেখে তার উপরে একটি রুমাল রেখেছে। একটি শিশুকে ঢেকে রাখার জন্য যেভাবে কম্বল ব্যবহার করা হয়, মেয়েটিকেও একই কাজ করতে দেখা যায়। এর পরে সে স্লিপারটি কোলে নিয়ে সেটিকে ঘুম পাড়াচ্ছে। এমনভাবে যত্ন করে মেয়েটি স্লিপারটিকে আগলে রেখেছে যেন সেটি কোন বাচ্চা। মেয়েটির এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
এই ভিডিওটি @TheFigen_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। ভিডিও পোস্ট করার সময় ক্যাপশনে লেখা, 'সদ্য কেনা জুতো'।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন দেড় লাখ মানুষ। ভিডিওটি দেখার পর মানুষ মন্তব্যের মাধ্যমে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- কী সুন্দর ভিডিও। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন - এটি খুব সুন্দর। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- তিনি তার সন্তানদের জন্য খুব ভালো মা হবেন। চতুর্থ ব্যবহারকারী লিখেছেন- এই ছোট্ট মেয়েটি আমার হৃদয় জয় করেছে। আরেক ব্যবহারকারী লিখেছেন- ছোটবেলায় আমিও এমনই ছিলাম।
She loves her newly purchased heart-patterned shoes. ❤️pic.twitter.com/nRIMkD3uSs
— Figen (@TheFigen_) October 14, 2024