হাতে আর মোটে ক’টা দিন। তারপরই নতুন বছর। করোনা অতিমারীর তাণ্ডবে ২০২০ সাল গেলে যেন বেঁচে যান সকলে। নতুন বছরে নতুন আশার আলো দেখার অপেক্ষায় সকলে। এমন সন্ধিক্ষণে বড়দিন পরবর্তী সময়কালে আনন্দের মুডে একেবারে গানের তালে তালে কোমর দোলালেন সুপারমার্কেটের কর্মীরা। যে দৃশ্য় ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
করোনা পরিস্থিতিতে সধারণ মানুষের হাতে নিত্য় প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে ওঁরা সামনের সারিতে থেকে লড়েছেন। ওয়ার্ক ফর্ম হোম করার সুযোগ মেলেনি। বছর শেষের আনন্দে তাই গানের তালে নেচে এভাবেই উৎসব উদযাপন করলেন নিউজিল্য়ান্ডের এক সুপারমার্কেটের কর্মীরা।
আরও দেখুন: টেনিস বল দিয়ে কিবোর্ডে বাজল ক্রিসমাস ক্য়ারোল, দেখুন ভিডিও
দেখুন ভিডিও:
View this post on Instagram
দেখুন নেটিজেনরা কে কী বললেন,
Read the full story in English