Advertisment

ছাগল উদ্ধার করতে উল্টো হয়ে গর্তে ঢুকল মানুষ... তারপর

তিনি জানান, "দেশি স্টাইল উদ্ধার ! সংকল্প, দলবদ্ধতা এবং সাহস। দয়া করে শেষ অবধি দেখবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল: চিনে টর্নেডো, ছাগলের পিতৃত্ব পরীক্ষা

গর্তে পড়ে যাওয়া ছাগলকে উদ্ধার করতে উঠে পড়ে লাগে একদল মানুষ। যে ঘটনার ভিডিওস ভাইরাল সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সাহস দেখিয়ে মাটির নিচে সরু গর্তে ঢুকল এক ব্যাক্তি। প্রায় এক মানুষ সমান দীর্ঘ সে গর্ত। আসামের অত পুলিশ (এডিজিপি), হার্ডি সিং টুইটারে সেই সাহসিকতার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানান, "দেশি স্টাইল উদ্ধার ! সংকল্প, দলবদ্ধতা এবং সাহস। দয়া করে শেষ অবধি দেখবেন।

Advertisment

একজন মাটির গর্তে হাত সোজা করে লম্বা হয়ে ঢুকে যায়। তাঁর পা ধরে থাকে বাকি রা। প্রায় পাঁচ ফুট ঢোকার পর নাগালে পায় ছাগলটিকে। টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে।

অবশ্য এরুপ ঘটনা ভারতে প্রয়াশই ঘটতে দেখা যায়। এরকম ভাবে অনেক শিশু পরে গিয়েছে। ভিডিওটি মনে করিয়ে দেয় প্রিন্সের কথা। নাওয়াখাওয়া ভুলে শিশুকে বাঁচাতে দিনরাত এক করে চলছিল রুদ্ধশ্বাস লড়াই।

Read the full story in English

viral news viral
Advertisment